২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পোল্যান্ড-মেক্সিকো ড্রতে খুশি আর্জেন্টিনা

পোল্যান্ড-মেক্সিকো ড্রতে খুশি আর্জেন্টিনা। - ছবি : সংগৃহীত

মেইন মিডিয়া সেন্টারসহ বিভিন্ন স্থানে পোল্যান্ড-মেক্সিকো খেলা দেখতে টিভি পর্দায় চোখ ছিল আর্জেন্টিনার মিডিয়াকর্মীদের। সাথে তাদের সমর্থকদের। এই ম্যাচ ড্র হলেই তারা খুশি। মেক্সিকোর কোচ জেরার্ডো মার্টিনো আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ। তিনি পারেননি মেক্সিকানদের জয়ে কাতার বিশ্বকাপ শুরু করাতে। ব্যর্থ পোল্যান্ডের কোচ সেজলো মিননেউইজের কৌশলও। তাতেই আপাতত উৎফুল্ল আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মেসিদের সুযোগ রয়েছে পরের দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়ার। কাল পোলিশ এবং মেক্সিকানদের যে-ই জিততো তা বিপদ বাড়াত আর্জেন্টিনার। এই ড্রয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ শীর্ষে সৌদি আরব। ১ পয়েন্ট করে পোল্যান্ড ও মেক্সিকোর। খাতা শূন্য দুইবারের চ্যাম্পিয়নদের। ভারের কল্যাণে ৫৬ মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড। রবার্ত লেভানদভস্কিকে ফাউল করেন মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মরেনো। তারকা ফুটবলার লেভানদভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে গোল বন্যা বইয়ে দিয়েছেন। বার্সেলোনাতেও নিয়মিত পাচ্ছেন স্কোর। কিন্তু স্টেডিয়াম ৯৭৪-এ বল তার পায়ের সাথে বেইমানি করল। বোকা বানাতে পারেনি গোলরক্ষক ওচোয়াকে। পোলিশ স্ট্রাইকারটির শট বাম দিকে শরীর ফেলে রুখে দেন মেক্সিকান কিপার। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর এটিই ছিল ম্যাচের সবচেয়ে বড় সুযোগ। ‘সি’ গ্রুপের এই ম্যাচের প্রথম ৪৫মিনিট বলতে গেলে একচেঁটিয়াই খেলেছে মেক্সিকো। ফরোয়ার্ডদের গোল মিস আর বিপক্ষ ডিফেন্ডারের দৃঢ়তায় গোল পায়নি কনকাকাফ জোন থেকে আসা দলটি। হেক্টর মরেনো ও অ্যালেক্স ভেগার হেড বার উঁচিয়ে যায়। জেসুস গ্যালার্দো গোলরক্ষককে কাটিয়ে শট নিলেও তা জালে যায়নি ডিফেন্ডারের বাধায়। আর হোর্হে (জর্জ) সানচেজের শটে বাধা পোলিশ গোলরক্ষক ওজসিচ জেসনে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল