১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেসির রেকর্ডের দিনে পিএসজির বেনফিকোর সাথে পয়েন্ট ভাগাভাগি

লিওনেল মেসি - ছবি - সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড হলো আর্জেন্টাইন তারকার লিওনেল মেসির।

বিশ্বকাপের প্রস্তুতি ভালোই নিচ্ছেন মেসি। প্রায় সব ম্যাচেই তার গোল থাকছে অথবা থাকছে দুর্দান্ত এসিস্ট। ক্লাব ফুটবল জার্সিতে কিংবা আন্তর্জাতিক খেলায় সমান তালে ছন্দ ধরে রাখছেন।

বুধবার রাতে দুর্দান্ত এক গোলে বেনফিকার বিপক্ষে পিএসজিকে এগিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। যদিও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে বেনিফিকার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।

প্রথমার্ধে বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করায় এগিয়ে ছিল বেনফিকা। আট মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় তারাই। রামোসের শট পা দিয়ে ঠেকিয়ে দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক ডোন্নারুম্মা। ১৬ মিনিটে মেসির ফ্রি-কিক বাধা পায় বেনফিকার দেয়ালে। গোলের জন্য এটাই পিএসজির প্রথম শট।

তবে বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যায়নি পিএসজির আক্রমণকে। পিএসজির আক্রমণে থাকা মেসি, নেইমার ও এমবাপ্পের নৈপুণ্যে ২২ মিনিটে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। এমবাপ্পেকে বল বাড়িয়ে সামনের দিকে ছুটে যান মেসি। নেইমারের পা ঘুরে ডি-বক্সের মাথায় বল পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে গোল করেন আর্জেন্টাইন জাদুকর। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে মেসির এটি দ্বিতীয় গোল। আর ইউরোপ সেরার মঞ্চে এটি মেসির ১২৭তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৪৮ মিনিটে আশরাফ হাকিমির শট কোনোমতে ফিরিয়ে দেন গোলরক্ষক। এরপর নেইমারের দর্শনীয় বাইসাইকেল কিক ক্রসবারে লেগে ফিরে আসে। এর তিন মিনিট পর বাইলাইন থেকে ফের হাকিমির কাট ব্যাক কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক।

৫৫ মিনিটে ফের নেইমারের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ভ্লাকোদিমোস। ৬৯ মিনিটে ফের মেসির পাসে ডি-বক্সের মাথায় বল পান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের বাঁকানো শটও ঝাঁপিয়ে পড়ে ঠেকান ভ্লাকোদিমোস।

দ্বিতীয়ার্ধে পিএসজির ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। একটিতেও সফল হতে দেননি বেনিফিকার এই গোলরক্ষক। ফলে রেফারির শেষ বাঁশিতে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

মেসির এই দুর্দান্ত গোলের দিনেও নায়ক হয়েছেন বেনিফিকার গোলরক্ষক ওদিসিয়াস ভ্লাকোদিমোস। নয়তো বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত মেসির দল।

মঙ্গলবার প্যারিসে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই গ্রুপের অন্য ম্যাচে ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারায় জুভেন্টাস। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ইতালিয়ান ক্লাবটি।


আরো সংবাদ



premium cement