২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বার্সাকে টপকে শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

বার্সাকে টপকে শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ - ছবি : সংগৃহীত

বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে আতিথ্য দেবে মাদ্রিদিস্তারা। ম্যাচটি শুরু হবে রোববার (০২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায়।
বার্সাকে টপকে শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ খেলার সময়

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ৬ ম্যাচ খেলে টানা জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান অক্ষুন্ন ছিল কার্লো অ্যানচেলত্তির দলের। তাদের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইটা জমিয়ে তুলেছেন জাভির শিষ্যরা। শেষ ম্যাচে শনিবার (০১ অক্টোবর) মায়োর্কার বিপক্ষে জয়ে টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট।

এদিকে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে মাঠে ফেরার ম্যাচে দুর্বল প্রতিপক্ষই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে নির্ভার লস ব্ল্যাঙ্কোসরা। দীর্ঘ বিরতির পর সেরা ছন্দ ফেরাতে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বেনজেমা-ভিনিসিয়ুসরা।

রিয়াল কোচের অবশ্য চিন্তার বিষয়, মাঝমাঠের প্রাণ লুকা মদ্রিচকে নিয়ে। জাতীয় দলের হয়ে ইউরোপা নেশন্স লিগে খেলার সময় চোট পেয়েছিলেন এ ক্রোশিয়ান তারকা। ফলে ওসাসুনার বিপক্ষে তিনি থাকতে পারেন বেঞ্চে। অন্যদিকে ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে নেশন্স লিগের সব ম্যাচ খেলতে পারেননি বেনজেমা।

তবে মাঠের বাইরে থাকায় তিনি চোট সারিয়ে উঠেছেন পুরোপুরি। তাই দেখা যেতে পারে ওসাসুনার বিপক্ষে শুরুর একাদশে। এদিকে নিজেদের সেরা পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের প্রত্যাশা ওসাসুনার।

এখন পর্যন্ত দুই দলের ৩১ দেখায় রিয়ালের ২২ জয়ের বিপরীতে ওসাসুনার জয় ৫ ম্যাচে। বাকি ৪ ম্যাচের ফলাফল ড্র। আর ঘরের মাঠে মাদ্রিস্তারা ১৬ ম্যাচের ১৩টিতেই জয় পেয়েছে ওসাসুনার বিপক্ষে। হেরেছে ৩ ম্যাচে। ওসাসুনার বিপক্ষে রিয়ালের সবশেষ হার ২০১১ সালে।


আরো সংবাদ



premium cement