২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাফজয়ী ফুটবলারদের নামে সেতু

সাফজয়ী ফুটবলারদের নামে সেতু - ছবি : সংগৃহীত

প্রায় দু’সপ্তাহ হয়ে গেলেও সাফজয়ের আনন্দ এখনো যেন থামছেই না। এখনো সেই বিজয়ী আমেজ রয়ে গেছে, এখন যেন তা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও অভ্যর্থনা পাচ্ছেন, সংবর্ধনা নিচ্ছেন, পুরষ্কৃত হচ্ছেন। এরই মাঝে সবাই দল ভেঙে পরিবারের কাছে ছুটে চলেছেন নিজ নিজ শহরে। প্রিয়জনের টানে, আপন গন্তব্যে।

সেখানে গিয়েও সেই একই চিত্র। নিজ নিজ জেলায় সংবর্ধনা পাচ্ছেন তারা। ভূষিত হচ্ছেন সম্মানে, ঘোষিত হচ্ছেন পুরষ্কারে। রাঙামাটিতে চোখ ধাঁধানো আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সাফজয়ী পাহাড়ের পাঁচ ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়েছে। রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে সাফজয়ী তিন নারী ফুটবলারকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। ময়মনসিংহের কালসিন্দুরের মেয়েদেরকেও ভালোবাসায় বরণ করে নিয়েছে ময়মনসিংহবাসী।

এবার ভিন্ন এক উদ্যোগ নেয়া হয়েছে খাগড়াছড়ির সাফজয়ী ফুটবলারদের সম্মানে। এবার সাফে খাগড়াছড়ির ছিল তিন ফুটবলার। আনাই মগিনি, আনুচিং মগিনি ও মনিকা চাকমা। সংবর্ধনার পাশাপাশি এই তিন নারী ফুটবলারের নামে দুইটা সেতু তৈরি করার ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

নারী দলের জমজ বোন আনাই মগিনী ও আনুচিং মগিনীর বাড়ির সামনে সংযোগ সড়কসহ চলতি অর্থবছরেই প্রায় দু’কোটি ব্যয়ে প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ সেতু নির্মাণ করতে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। নামকরণ করা হবে ‘আনাই-আনুচিং সেতু।’

আর আগামী অর্থবছরে লক্ষীছড়ির দুর্গম বর্মাছড়িতেও মনিকা চাকমার বাড়িতে যাওয়ার সুবিধার্থে সংযোগ সড়কসহ সেতু নির্মাণ করে দেবে পার্বত্য জেলা পরিষদ। যার নামকরণ করা হবে ‘মনিকা চাকমা সেতু।


আরো সংবাদ



premium cement
গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক

সকল