১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রাজিলীয় কিংবদন্তী জাগালো

- ছবি - সংগৃহীত

দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল হাসাপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের ‘আইকনিক’ ফুটবল ব্যক্তিত্ব মারিও জাগালো। হাসপাতালের একটি সূত্র একথা জানিয়েছে।

জাগালো হচ্ছেন ব্রাজিলের একমাত্র ফুটবল ব্যক্তিত্ব যিনি খেলোয়াড় এবং কোচ উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছেন বিশ্বকাপ ফুটবলের শিরোপা।

গত ২৬ জুলাই রিও ডি জেনিরোর একটি হাসপাতালে ভর্তি হয়ে নিবিড় পরিচর্যায় ছিলেন জাগালো। হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ায় আগামী বুধবার নিজ বাসভবনেই ৯১তম জন্মদিন উদযাপন করতে পারবেন ব্রাজিলের এই ফুটবল লিজেন্ড।

ব্রাজিলীয় ফুটবলে ‘বুড়ো নেকড়ে’ নামে পরিচিত জাগালো এই বয়সেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। রয়েছে এক লাখ ১৬ হাজারেরও বেশি ফলোয়ার।

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কয়েকদিন কঠিন সময় পার করার পর আমি ১১৩ শতাংশ ভালো আছি।’

নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। এখন আপনাদের আবারো আমাকে সহ্য করতে হবে।’

১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সাথে খেলে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দিয়েছেন স্ট্রাইকার জাগালো। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দেন। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলটিতে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আবারো ১৯৯৮ সালে কোচের দায়িত্ব পান। ওই আসরে ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল ব্রাজিল।

খেলোয়াড় ও কোচ হিসেবে জাগালো ছাড়াও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র জার্মানীর ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ ও ১৯৯০) এবং ফ্রান্সের দিদিয়ের দেশ্যমের (১৯৯৮ ও ২০১৮)।

জর্জিনহো, তোস্তাও, জারসন, রিভেলিনোদের নিয়ে গড়া দলটি জাগালোর অধীনে ১৯৭০’র বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছিল। বর্তমানে ৮১ বছর বয়সী ব্রাজিলীয় আরেক কিংবদন্তী পেলেও ছিলেন ওই দলটিতে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বগুড়ায় বাইক-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য লিফলেট বিতরণ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার টানানো সেই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ বাকেরগঞ্জে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন না করার দাবি শিক্ষার্থীদের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২ দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন হলো বগুড়ায় শ্রীনগর থানার ওসিকে পুনঃবহালের দাবি গণঅধিকার পরিষদের জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি ভিসি লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় চটপটিবিক্রেতা নিহত সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ ‘পরিবেশের চরম বিপর্যয় থেকে বাঁচতে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে’

সকল