২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ

ইসলাম গ্রহণ করেছেন ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা। - ছবি : সংগৃহীত

ইসলাম গ্রহণ করলেন ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা (৫১)।

শুক্রবার জুমার নামাজের পর দেশটির বাণিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি।

এ সময় মসজিদে বেশ সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে প্যাট্রিক এমবোমা কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।

ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন আব্দুল জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে তার কালেমা পাঠ করার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

এর আগে এমবোমা সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই শুভেচ্ছাবার্তায় একটি বিশেষ নকশা শেয়ার করেন এমবোমা। তাতে আরবিতে লেখা ছিল ‘রমজান কারিম’।

প্যাট্রিক এমবোমা ১০৯০ সালে প্যারিস সেন্ট-জার্মেই এফ. সি. ক্লাবে যোগদানের মাধ্যমে পেশাদার ফুটবলে নাম লেখান। এখানে ১৯৯২ সাল পর্যন্ত খেলেন।

এছাড়াও তিনি গাম্বা ওসাকা, ক্যাগলিয়ারি, পারমা, সান্ডারল্যান্ড, আল-ইত্তিহাদ, টোকিও ভার্ডি ও ভিসেল কোবের হয়ে খেলেছেন।

প্যাট্রিক এমবোমার সবচেয়ে বড় পরিচয় তিনি দেশের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমবোমা ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন। ২০০০ সালের অলিম্পিকে ক্যামেরুনকে স্বর্ণপদক এবং পরে দুইবার আফ্রিকান নেশনস কাপ জয়ে নেতৃত্ব দেন। ২০০০ সালে অসাম্য প্রচেষ্টার জন্য তিনি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হন।

কিংবদন্তী এই ফুটবলার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। আর অবসরে যান ২০০৫ সালের ২৬ মে।

সম্প্রতি বেশ কয়েকজন ফুটবলার ইসলাম গ্রহণ করলেন। গত মার্চে আর্সেনালের মিডফিল্ডার থমাস পার্টি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিছুদিন আগে ডাচ ফুটবল তারকা ক্লারেন্স সিডর্ফ ইসলাম গ্রহণের কথা জানান।

সূত্র : আলজাজিরা ও অন্যান্য


আরো সংবাদ



premium cement