১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইরাককে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল ইরান

- ছবি : সংগৃহীত

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল ইরান।

ইরানের জাতীয় ফুটবল দল তাদের বাছাই পর্বের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বী ইরাককে ১-০ গোলে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এ নিয়ে ইরান ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করল।

৪৮ মিনিটের মাথায় খেলার একমাত্র গোলটি করেন মাহদি তারেমি। আজকের খেলায় জয়লাভের মাধ্যমে ইরান বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়।
অন্যদিকে ইরাক আজকের পরাজয়ের মাধ্যমে পঞ্চম স্থানে থেকে যায়।

ইরানের জাতীয় ফুটবল দলের বর্তমান কোচের নাম ড্রাগান স্কোচিচ। ক্রোয়েশিয়ান এই ফুটবলারের তত্ত্বাবধানে ইরানের জাতীয় দল বিগত ১৪ ম্যাচের ১৩টিতে জয়ী হয় ও একটি খেলা ড্র করে।

সূত : পার্সটুডে


আরো সংবাদ



premium cement