২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বার্সায় মেসির উপর কী ঝড় বয়ে গিয়েছিল, তা নিয়ে মুখ খুললেন আগুয়েরো

বার্সায় মেসির উপর কী ঝড় বয়ে গিয়েছিল, তা নিয়ে মুখ খুললেন আগুয়েরো -

আর্থিক কারণে এবং নিয়মের বেড়াজালে যখন মেসিকে বার্সা ছাড়তে হয়, তখন সেটা বড় ধাক্কা ছিল আগুয়েরোর কাছে। তিনি মানতেই পারেননি। তার উপর আবার বার্সা ছাড়ার সিদ্ধান্তে মেসিকে ভেঙে পড়তে দেখে আরো আঘাত পেয়েছিলেন আগুয়েরো।

লিওনেল মেসির সাথে জুটি বেঁধে খেলবেন বলেই বার্সেলোনায় সই করেছিলেন সার্জিও আগুয়েরো। ম্যাঞ্চেস্টার সিটিতে এক দশক কাটানোর পরে ছেলেবেলার বন্ধুর টানেই জুন মাসে বার্সাতে সই করেছিলেন আর্জেন্তিনার স্ট্রাইকার। কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে যায়। আর্থিক কারণে এবং নিয়মের বেড়াজালে যখন মেসিকে বার্সা ছাড়তে হয়, তখন সেটা বড় ধাক্কা ছিল আগুয়েরোর কাছে।

তিনি মানতেই পারেননি। তার উপর আবার বার্সা ছাড়ার সিদ্ধান্তে মেসিকে ভেঙে পড়তে দেখে আরো আঘাত পেয়েছিলেন আগুয়েরো। বার্সা ছাড়ার সময়ে মেসির উপর দিয়ে যে কতটা ঝড় বয়ে গিয়েছিল, সেই কথাই এবার জানা গেল মেসির জাতীয় দলের সতীর্থের থেকে।

মেসির বার্সা ছাড়ার খবরটা আগুয়েরো মানতে পারেননি। তিনি বলেছেন, ‘সেই মুহূর্তটা আমার কাছে বড় ধাক্কা ছিল। ও খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। আমি যখন জানলাম বিশ্বাস করতে পারিনি।’ সরকারিভাবে মেসির ক্লাব ছাড়ার খবর ঘোষণার পর তার বাড়ি গিয়েছিলেন আগুয়েরো। তিনি দেখেছিলেন মেসি একেবারে ভেঙে পড়েছেন। তিনি অন্য প্রসঙ্গে নানা কথা বলে, বিষয়টি ভোলাতে চেয়েছিলেন।

আগুয়েরো বলছিলেনও, ‘সেটা একটা শনিবার ছিল। আমি ওর বাড়িতে গিয়েছিলাম। আমার নিজের এই বিষয়টি একেবারে ভালো লাগেনি। যা ঘটে গিয়েছে, সেটার থেকে মেসিকে বের করতে চেষ্টা করছিলাম। দেখেছিলাম, ও একেবারে ভেঙে পড়েছে। আমি পুরো বিষয়টি থেকেই ওকে বের করতে চেষ্টা করছিলাম। আমি ওকে আমার ই-স্পোর্টসের কথা বলছিলাম। এবং পুরনো মজার জিনিস, যেগুলো আমরা একসাথে করেছি, সেই নিয়েও আলোচনা করছিলাম।’

মেসি বার্সা ছাড়ার পর গুজব রটেছিল, আগুয়েরোও ক্লাব ছাড়তে চলেছেন। কিন্তু সেই গুজব উড়িয়ে বার্সেলোনায় থেকে যাওয়ার কথাই ঘোষণা করেন মেসির স্বদেশীয় স্ট্রাইকার।
সূত্র : হিন্দুস্থান টাইমস

দেখুন:

আরো সংবাদ



premium cement
‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ৫ জন‌ আটক ঈশ্বরদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ তীব্র তাপদাহে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন গলাচিপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর হস্তে দমন করা হবে : ইসি শিশু সন্তান অপহরণ করে মুক্তিপণ দাবি, সৎ বাবাসহ গ্রেফতার ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

সকল