২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বকাপের জন্য ফরাসি লিগে ৬ সপ্তাহের বিরতি

-

২০২২ কাতার বিশ্বকাপের জন্য আগামী মৌসুমের নভেম্বর-ডিসেম্বরে ছয় সপ্তাহের বিরতি নিবে ফ্রান্সের শীর্ষ ফুটবল লীগ। বুধবার লীগের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

২০২২/২৩ লিগ ওয়ানের মৌসুম শুরু হবে ৬ আগস্ট। আর বিশ্বকাপের জন্য সেটি বন্ধ থাকবে ১৩ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সাধারণত মে, জুন কিংবা জুলাই মাসে বিশ্বকাপের আসর বসে থাকে। তবে আগামী বছরের কাতার বিশ্বকাপ ওই সময় অনুষ্ঠিত হবে না। এর অন্যতম কারণ মধ্যপ্রাচ্যের দেশটির অতি মাত্রার উষ্ণতা।

নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়রা ক্লাব থেকে ছাড়া পবেন ১৪ নভেম্বর। অর্থাৎ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে। ফ্রেঞ্চ মৌসুম শেষ হবে ৪ জুন। অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী দুই সপ্তাহ পর।

এদিকে গত জুনে লিগ ওয়ানের ক্লাব সংখ্যা ২০টি থেকে ১৮টিতে নামিয়ে আনার পক্ষে ভোট পড়েছে। ২০২৩-২৪ মৌসুম থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২৩ মৌসুমে শীর্ষ এই লিগ থেকে চারটি ক্লাব অবনমিত হবে এবং লিগ টু থেকে দুটি ক্লাব উন্নীত হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement