২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নেপালি কোচের পদত্যাগের ঘোষণা

- ছবি : সংগৃহীত

মালদ্বীপ থেকে আবারো জিততে ব্যর্থ বাংলাদেশ। বুধবার মালে স্টেডিয়ামে বাংলাদেশকে ১-১ গোলে ঠেকিয়ে সাফের ফাইনালে গিয়ে ইতিহাস গড়লো নেপাল। এতে প্রচণ্ডভাবে উল্লসিত হওয়ার কথা নেপালের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরির। কিন্তু ম্যাচোত্তোর সংবাদ সম্মেলনে তিনি দিলেন নেপালের হেড কোচের পদ থেতে পদত্যাগের ঘোষণা।

জানান, ফাইনাল শেষে আমি আর নেপাল ফিরবো না। চলে যাবো দেশে। তার এই ক্ষোভের কারণ, তিনি নাকি ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত।

নেপালি মিডিয়া এমন রিপোর্ট করায় তার আত্মসম্মানে লেগেছে। ক্ষুদ্ধ কণ্ঠে বলেন, ‘আমি এক মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার তার বাস্তবায়িত হবে।’


আরো সংবাদ



premium cement