২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্লান্তি লাঘবে দুই দিনের বিশ্রামে ফুটবলাররা

ক্লান্তি লাঘবে দুই দিনের বিশ্রামে ফুটবলাররা -

২০১৮ ঢাকা সাফের মতোই এখন বাংলাদেশ দলের লিগ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা। এই খাদের কিনারে চলে আসাটা গতকাল মালদ্বীপের কাছে ০-২ গোলে হারে। ফলে বাংলাদেশ দল যদি এখন ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে জয়ও পায় তারপরও তাদের ফাইনালে খেলা নাও হতে পারে।

সামনে নানা সমিকরণ, যদি সামনের ম্যাচে নেপাল জয় পায় ভারতের বিপক্ষে এবং মালদ্বীপ শ্রীলঙ্কা এবং ১৩ তারিখে পরাজিত করে ভারতকে। সেক্ষেত্রে মালদ্বীপ এবং নেপাল দুই দলেরই পয়েন্ট হবে ৯ করে। তখন নেপালের বিপক্ষে জিতে ৭ পয়েন্টেও কাজ হবে না অস্কার ব্রুজনের দলের। এর বিপরীত কিছু হলেই আশা পালে হাওয়া লাগবে লাল-সবুজ পতাকায়। তবে এই সব ‘যদি’ নির্ভরতার আগে বাংলাদেশকে ৩ পয়েন্ট পেতে হবে নেপালীদের বিপক্ষে। আর সে জন্যই সাত দিনে তিন ম্যাচ খেলা জামাল ভূঁইয়াদের দুই দিনের বিশ্রাম দেয়া হয়েছে। হোটেলে জিম আর সুইমিং পুলেই সময় কাটছে তাদের।

‘মালদ্বীপ অনেক ভালো খেলেছে বাংলাদেশের বিপক্ষে। তাদের কোয়ালিটি ফুটবলারদের বিপক্ষে তপু-ইয়াসিনদের পেরে না উঠার আরেকটি কারণ ছিল ক্লান্তি। বিপিএল শেষ করেই তারা মালে এসে ৭ দিনে তিন ম্যাচ খেলেছে।’ পরশু রাতে স্বাগতিকদের কাছে হারের পর নেপথ্য হিসেবে এ কথাই বললেন কোচ অস্কার ব্রুজন।

সাথে উল্লেখ করেন, ‘বিরতির পর হামজা মোহাম্মদের প্রথম গোলই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’ এরপরও তিন ফুটবলার বদল করে আক্রমণভাগে সুফিল, সুমন রেজা ও জুয়েল রানাকে নামানো হলেও সোহেল রানার পেনাল্টি সৃষ্টিকারী ফাউল সব শেষ করে দেয় লাল-সবুজদের। সাথে যোগ হয় রাকিব হোসেনের অনুপস্থিতিও।

মালদ্বীপের কোচ আলী সুজানও বলেন, আমরা রাকিবের অনুপস্থিতির সুযোগ নিয়েছি।

বাংলাদেশ দলের ডিফেন্ডার রহমত মিয়াও জানান, মালদ্বীপের বিপক্ষে আমাদের লক্ষ্যই ছিল সাফের সেরা আক্রমণভাগ নিয়ে গড়া মালদ্বীপকে রুখে দিয়ে কাউন্টারে যাওয়া। সে পথে এগুলেও পরে গোল হজম করি। তার উপর আমাদের ফুটবলাররা ৭ দিনে তিনটি টাফ ম্যাচ খেলেছে। আর মালদ্বীপ ১ তারিখে প্রথম ম্যাচ খেলে ৬ দিনের গ্যাপে দ্বিতীয় ম্যাচ খেলতে আসে ফ্রেশ মুড নিয়ে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল