২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইংলিশ নিউক্যাসেল ইউনাইটেড কিনে নিলো সৌদি ব্যবসায়ী সংস্থা

নিউক্যাসেল ইউনাইটেডের সমর্থকরা - ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড কিনে নিয়েছে সৌদি আরবের এক ব্যবসায়ী সংস্থা। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'প্রিমিয়ার লিগ, নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব ও সেন্ট জেমস হোল্ডিং লিমিটেড আজ পিআইএফ, পিসিপি ক্যাপিটাল পার্টনারস ও আরবি স্পোর্টস অ্যান্ড মিডিয়ার সম্মিলিত সংস্থার সাথে ক্লাবের অধিকার গ্রহণ নিয়ে বিরোধ মীমাংসা করেছে।'

সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) নেতৃত্বের সংস্থার কাছে ৩০ কোটি ব্রিটিশ পাউন্ডে (তিন হাজার চার শ' ৯৮ কোটি টাকা) ক্লাবটি বিক্রি করা হয়।

গত বছরও পিআইএফ ক্লাবটি কেনার চেষ্টা করলেও ওই সময় সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের জেরে সমালোচনায় তা স্থবির হয়ে পড়ে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন চাপা দেয়ার জন্যই দেশটি উদ্যোগ নিয়েছে বলে সতর্কতা জানিয়েছিলো।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement