২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জামালদের ভাবনা জুড়ে শুধুই শিরোপা

জামালদের ভাবনা জুড়ে শুধুই শিরোপা - ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে শুরু হবে পাঁচ দলের লড়াই। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জোর দিয়েছেন শিরোপা জয়ে। তার মতে, ‘আমরা মালদ্বীপে ভালো কিছু করতে চাই। নিজেদের সেরা ফুটবলটা খেলে ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা সঠিক অনুশীলন করেছি এবং ভালো ছন্দে আছি। আশা করি ভালো কিছু নিয়েই দেশে ফিরতে পারব।’ জাতীয় দলে দায়িত্ব নিয়ে অস্কার সরাসরি বলেছেন তিনি আক্রমণাত্মক ফুটবল এবং ৪-৩-৩ ছকে খেলাতে চান। মাত্র এক সপ্তাহের কম সময়ে অস্কারের এই কৌশল রপ্ত করতে সমস্যা হয়নি বলে জানান জামাল, ‘জেমি ৩-৪-৩ এ খেলাতেন। বাংলাদেশের বেশিরভাগ ক্লাব ৪-৩-৩ এ খেলে। নতুন কোচও সেটি খেলাতে চাইছেন। ফলে আশা করি কোনো সমস্যা হবে না।’

জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন প্রথম ম্যাচকে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, ‘আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জয় দিয়ে শুরু করলে দারুণ এক সূচনা হবে।’ এলিটা কিংসলের বিষয়ে হতাশ বাফুফে। তার খেলার ছাড়পত্র ফিফা থেকে এখনো পায়নি বাফুফে। ফলে সাফে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশে পড়েছে দক্ষিণ এশিয়ান জোনে। এই জোনের যে সাতটি দেশ আছে, তাদের নিয়ে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে আসছে সেই ১৯৯৩ সাল থেকে। এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি আসরে বাংলাদেশ মাত্র একবার শিরোপা জিততে পেরেছে (২০০৩ সালে)। আর ফাইনাল খেলেছে মাত্র তিনবার (১৯৯৯ ও ২০০৫ আসরে রানার্সআপ)। ২০০৫ সালে ফাইনাল খেলার পর মাত্র একবার সেমিফাইনাল খেলতে পেরেছে (২০০৯ আসরে)। ২০০৮, ২০১১, ২০১৩, ২০১৫ ও ২০১৮ আসরে গ্রুপ পর্বের গণ্ডিই পেরুতে পারেনি! এতটাই হতশ্রী অবস্থা লাল-সবুজ বাহিনীর!

এবার সাফ ফুটবল হচ্ছে মালদ্বীপে। পাকিস্তান ও ভুটান এবার অংশ নেবে না। ফলে পাঁচ দলকে নিয়ে এবার গ্রুপ নয়, সিঙ্গেল লিগভিত্তিতে খেলা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। দুই দল কম থাকায় যেখানে বাংলাদেশ দল এবার ১৮ বছর পর শিরোপা জিততে আত্মবিশ্বাসে টগবগ করছে।


আরো সংবাদ



premium cement
মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

সকল