২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ল্যাজিও ম্যানেজার মরিজিও সারি

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ল্যাজিও ম্যানেজার মরিজিও সারি - ছবি : সংগৃহীত

সপ্তাহের শেষে এসি মিলানের কাছে সিরি-এ লিগে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে প্রতিপক্ষ মিডফিল্ডার এ্যালেক্সিস সিলিমেকার্সের সাথে মাঠের মধ্যে বিতন্ডায় জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে ল্যাজিও কোচ মরিজিও সারি। সিরি-এ লিগ কর্তৃপক্ষ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

সান সিরোতে ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে সারি সিলিমেকার্সের সাথে বিতর্ক শুরু করেন। সিরি-এ জানিয়েছে সারি মাঠের মধ্যে প্রবেশ করে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে অশোভন আচরণ করতে থাকেন এবং তার সাথে হুমকির সুরে কথা বলেন।

সারি অবশ্য দাবী জানিয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার যে ভাবে তার সাথে কথা বলেছে তা একজন বয়স্ক লোকের সাথে কথা বলার ধরন হতে পারেনা। পরবর্তীতে এই দু’জনকে সড়িয়ে দেন এসি মিলান তারকা ইব্রাহিমোভিচ।

৬২ বছর বয়সী সারিকে পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে লাল কার্ড দেখানো হয়। টানেল দিয়ে দুই দল বেরিয়ে যাবার সময়ও এই ঘটনা নিয়ে খেলোয়াড়দের কথা বলতে দেখা গেছে।

সিরি-এ জানিয়েছে সারি এরপর বিষয়টি নিয়ে রেফারি ড্যানিয়েল শিফের কাছে প্রতিবাদ জানাতে গিয়ে নিন্দনীয় বাক্য উচ্চারণ করেছেন। যে কারনে তাকে দ্বিতীয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারনে সারি কালিয়ারি ও তোরিনোর বিপক্ষে ল্যাজিওর পরবর্তী দুই ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না।

সূত্র : বাসস

দেখুন:

আরো সংবাদ



premium cement