১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জার্মানির জালে ব্রাজিলের ৪ গোল

সতীর্থ অ্যান্টনির সাথে গোল উদযাপন করছেন ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিশন। - ছবি : সংগৃহীত

টোকিও অলিম্পিক ফুটবলের প্রথম দিনেই জার্মানির বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। রিচার্লিশনের হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে দ্যানি আলভেজ বাহিনী।

বৃহস্পতিবার শুরু হয়েছে অলিম্পিক ফুটবল। গেল আসরের ফাইনালের হারের শোধ নিতে মাঠে নামে জার্মানি। কিন্তু প্রতিশোধ তো দূরের কথা, আবারো পরাজিত হয় জার্মানরা।

অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে নামা ব্রাজিলের শুরুটাই হলো জয় দিয়ে।

ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে প্রথম গোলটি আসে রিচার্লিশনের পা থেকে। এরপর প্রথমার্ধেই রিচার্লিশন করেন আরো দুই গোল। ২২ মিনিটে দ্বিতীয় এবং ৩০ মিনিটে এসে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে এসে এক গোল পরিশোধ করে জার্মানি। ম্যাচের ৬০ মিনিটে আমিরি জার্মানির হয়ে ব্রাজিলের জালে প্রথম বল পাঠান। তবে ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জার্মানির আরনল্ডকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় জার্মানি। ৮৮ মিনিটে জার্মানির হয়ে আরো একটি গোল পরিশোধ করেন বদলি হিসেবে নামা অ্যাচে। ৯৪ মিনিটে এসে দলের হয়ে চতুর্থ গোল করেন পাওলিনহো।

অলিম্পিক গেমসে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ছয়টি পদক পেয়েছে ব্রাজিল। কিন্তু হতাশার কথা হচ্ছে একবারই মাত্র স্বর্ণপদক জুটেছে সেলেকাওদের ভাগ্যে। ২০১৬ রিও অলিম্পিকে এসেছিল অধরা সেই সাফল্য। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে চতুর্থ ফাইনালে এসে বাজিমাত করেছে হলুদ শিবির।


আরো সংবাদ



premium cement
ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার মিলান-লিভারপুলের বিদায়, সেমিফাইনালে আটলন্টা-রোমা ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু মুম্বইকে জয়ে ফেরালেন বুমরা

সকল