১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কোপার সেরা একাদশে আর্জেন্টিনার আধিপত্য, নেই ডি মারিয়া

কোপার সেরা একাদশে আর্জেন্টিনার আধিপত্য, নেই ডি মারিয়া - ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার আয়োজক কনমেবল মঙ্গলবার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করে। অনুমিতভাবে একাদশে আধিপত্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসিসহ এই স্কোয়াডে আছেন আর্জেন্টিনার চারজন। রানার্স আপ ব্রাজিলের আছেন তিনজন। তবে ফাইনালে একমাত্র গোল দিয়ে ব্যবধান গড়ে দেয়া আর্জেন্টিনার অ্যাঙ্গেল ডি মারিয়া ঠাঁই পাননি একাদশে।

একাদশের গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। চ্যাম্পিয়ন দল থেকে একাদশে সুযোগ পাওয়া বাকি তিনজন হলেন, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দে পল ও ফরোয়ার্ড লিওনেল মেসি।

মেসির সাথে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া নেইমারও একাদশে আছেন। ব্রাজিলের বাকি দুজন হলেন, ডিফেন্ডার মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো। ইকুয়েডরের লেফট ব্যাক পেরভিস এস্তুপিনান, পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইট ব্যাক মাউরিসিও ইসলা আছেন একাদশে। কলম্বিয়ার একজন। মেসি-নেইমারের সাথে ফরোয়ার্ড হিসেবে আছেন লুইস দিয়াস।

কোপা আমেরিকার সেরা একাদশ :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার : ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার : রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।

ফরোয়ার্ড : লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।


আরো সংবাদ



premium cement