১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রামোসের ৩৮তম হলুদ কার্ড

রামোসের ৩৮তম হলুদ কার্ড - ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার রাতে চেলসির কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের বাজে হারের রাতে নিজের গড়া রেকর্ড আরো উঁচুতে নিয়ে গেলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আর সেটা চ্যাম্পিয়ন্স লিগে হলুদ কার্ড প্রাপ্তিতে।

ম্যাচের ৪২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন রামোস। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার ৩৮তম হলুদ কার্ড। ইউরোপ সেরা এই ফুটবল টুর্নামেন্টের রামোসই সর্বোচ্চ হলুদ কার্ড দেখা ফুটবলার।

৩২টি হলুদ কার্ড দেখা ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ সাবেক মিডফিল্ডার পল স্কোলস দুই নম্বরে।
প্রথম লেগে ঘরের মাঠে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। ফিরতি লেগে চেলসির মাঠে রিয়াল হেরেছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে ফাইনালে উঠেছে চেলসি। আগামী ২৯ মে ইউরোপ সেরার লড়াইয়ে চেলসি মুখোমুখি হবে স্বদেশী ক্লাব ম্যানসিটির।


আরো সংবাদ



premium cement