২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নেইমার-এমবাপ্পে পারবে ‌‌‌‘সিটি গেরো’ কাটতে?

নেইমার-এমবাপ্পে পারবে ‌‌‌‘সিটি গেরো’ কাটতে? - ছবি : সংগৃহীত

প্রতিপক্ষের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ জিতে ফাইনালের পথ আগেই সহজ করে রেখেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে জয়ের আত্মবিশ্বাস এবং বাড়তি সুবিধা নিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামছে সিটিজেনরা। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় ম্যাচটি শুরু হবে ইতিহাদ স্টেডিয়ামে। ঘরের মাঠে হেরে ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে আরো কোণঠাসায় পড়তে পারে পিএসজি। তাই হিসেব নিকেশে পিএসজির জন্য কঠিন চ্যালেঞ্জিং হবে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথের ম্যাচটি। লেগে ঘরের মাঠে নেইমার-এমবাপ্পেরা হেরেছিল ২-১ গোলে। ইংলিশ লিগের দলটির বিপক্ষে অতীতের ইতিহাসও ভালো নয় লিগ ওয়ানের দলটির।

পিএসজি-ম্যানসিটি উয়েফা কাপে একবার ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এ পর্যন্ত মুখোমুখি হয়েছে তিনবার। যার কোনোটিতেই জিততে পারেনি পিএসজি। বরং দুই ম্যাচে হেরেছে তারা, বাকি দু’ম্যাচ হয়েছে ড্র। তাই ফাইনালে উঠতে হলে তাদের কাটতে হবে ম্যানসিটি গেরো। জিততে হবে কমপক্ষে ২-০ গোলে।

পিএসজির স্বস্তির খবর হলো, প্রথম লেগে খেলার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শঙ্কা তৈরি হয়। এরপরই চোটের কারণে লিগ ওয়ানে একটি ম্যাচ খেলতে পারেননি ফরাসি স্ট্রাইকার। কিন্তু গতকাল মার্কার প্রতিবেদনে বলা হয়েছে- সিটির বিপক্ষে নামছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার (৮টি) তিনি। নেইমার-এমবাপ্পে-ডি মারিয়াকে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ প্যারিসিয়ানদের। তাই খেলা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত বলা যাবে ফাইনালে কে উঠছে।

অন্য দিকে সিটি নিজের মাঠে খেলতে নামছে। প্রথম লেগ জিতে এক পা ফাইনালে ইতোমধ্যে দিয়ে রেখেছে তারা। ম্যানসিটির রিজার্ভ বেঞ্চও অনেক শক্তিশালী। কেভিন ডি ব্রুইনে-ফিল ফোডেন-রিয়াদ মাহরেজরা আছেন আক্রমণ ভাগে। তাদের সাথে আক্রমণ শানাতে বেঞ্চে আছেন সার্জিও অ্যাগুয়েরো-রহিম স্টার্লিং-গ্যাব্রিয়েল জেসুসরা।

মধ্য মাঠে বার্নার্ডো সিলভা-গুনদোগান-ফেরান তরেসরা তো আছেনই। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো ও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার মাইন্ড গেমিংও ম্যাচও এটি। যেটি প্রথম লেগের ম্যাচে গার্দিওলা দেখিয়েছেন।


আরো সংবাদ



premium cement