১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশী ফুটবলার অসুস্থ নাবিবের জন্য প্রীতমের ভালোবাসা

বাংলাদেশী ফুটবলার অসুস্থ নাবিবের জন্য ভারতীয় প্রীতমের ভালোবাসা - ছবি- সংগৃহীত

হাঁটুর চোটের চিকিৎসা করাতে ভারতের কলকাতায় গেছেন বাংলাদেশের স্ট্রাইকার নাবিব নেওয়াজ। শনিবার কলকাতার একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। নাবিবের চিকিৎসার সব কিছুই দেখছেন ভারতের জাতীয় দলের ডিফেন্ডার প্রীতম কোটাল। এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে রয়েছেন তিনি।

প্রীতমের এই আচরণে মুগ্ধ নাবিব। তিনি বলেন, ‘আমি কলকাতায় কাউকেই চিনি না। শুরু থেকেই প্রীতম আমার খেয়াল রেখেছে। চিকিৎসকের সাথে যোগাযোগ করার পাশাপাশি অস্ত্রোপচারের দিন ও তার পরের দিনও আমার সাথে দেখা করে গেছেন।’

প্রীতম বলেন, ‘যেকোনো দেশের ফুটবলারই হোক, আগে তো একজন মানুষ। তাই সাহায্য করার আগে দু’বার ভাবিনি। ১৩ এপ্রিল নাবিব একাই আসেন কলকাতায়। আমি যোগাযোগ করে দেই ডাক্তারদের সাথে। বাংলাদেশের আরেকজন ফুটবলার রায়ানের সাথে আমার যোগাযোগ রয়েছে। তার মাধ্যমেই নাবিব যোগাযোগ করেন।’

তবে এখনো বাড়ি ফেরা নিয়ে চিন্তায় নাবিব। বুধবার তার বাড়ি ফেরার টিকেট কাটা থাকলেও করোনার কারণে লকডাউন বেড়ে যাওয়ায় ঢাকায় ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই ফুটবলার। নাবিব বলেন, ‘আমার বুধবার টিকেট কাটা রয়েছে। কিন্তু শুনলাম লকডাউন এক সপ্তাহ বাড়বে। এখন কিভাবে দেশে ফেরব তা বুঝতে পারছি না।’

জানা গেছে, নাবিবের দেশে ফেরার দায়িত্বও নিচ্ছেন প্রীতম। তিনি বলেন, ‘বুধবার তার ফেরার কথা থাকলেও ঢাকাতে লকডাউন থাকায় ও ফেরতে পারছে না। দেখি কিভাবে নাবিবকে দেশে ফেরানো যায়। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement