১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেসির ম্যাচে বার্সার গোল উৎসব

মেসির ম্যাচে বার্সার গোল উৎসব -

আগের ম্যাচটি ছিল জাভি হার্নান্দেজকে স্পর্শ করার উপলক্ষ্য। যেখানে ওয়েস্কার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন মেসি। ছুয়েছিলেন বার্সার হয়ে লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলা জাভিকে (৭৬৭)। রোববার রাতে বার্সা নেমেছিল সোসিয়েদাদের বিরুদ্ধে। রেকর্ড গড়া ম্যাচে মেসি করলেন জোড়া গোল। বার্সার হলো গোল উৎসব।

প্রতিপক্ষের মাঠে বার্সা জিতেছে ৬-১ গোলে। গ্রিজমান দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগে-পরে ব্যবধান বাড়ান দেস্ত। পরে মেসির দুই গোলের মাঝে এক গোল করেন উসমান দেম্বেলে।

ক্লাবের ইতিহাসে জাভি হার্নান্দেজকে ছাড়িয়ে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড এখন মেসির। তার ম্যাচ ৭৬৮। ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। এই সময়ে তাদের জয় ১৫টি, ড্র তিনটি। দারুণ এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারো দুইয়ে ফিরল বার্সেলোনা।

৩৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। বক্সে জোরালো শটে জালে পাঠান বার্থডে বয় গ্রিজমান। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেস্ত। মেসির রক্ষণচেরা দারুণ পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে লা লিগায় নিজের প্রথম গোলটি করেন যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দেস্ত পান নিজের দ্বিতীয় গোল (৩-০)।

এর তিন মিনিট পর জালের দেখা পান মেসি (৪-০)। শুরু থেকে দারুণ খেলা দেম্বেলে গোলের দেখা পান ৭১ মিনিটে। স্কোর বেড়ে ৫-০। ছয় মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে সোসিয়েদাদের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড আন্দের বারেনটেক্সিয়া।

ম্যাচের শেষ মুহূর্তে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। আলবার পাস ফাঁকায় পেয়ে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান বার্সা অধিনায়ক (৬-১)। লিগে মেসির গোল হলো ২৩টি। বার্সেলোনার জার্সিতে ৭৬৮ ম্যাচে তার মোট গোল এখন ৬৬৩।

দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেসের একমাত্র গোলে আলাভেসকে হারিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬২। ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে রিয়াল।


আরো সংবাদ



premium cement