২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আসছে না আফগানিস্তান, নেপাল যাবে বাংলাদেশ

আসছে না আফগানিস্তান, নেপাল যাবে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

আশঙ্কাই সত্যি হলো। করোনার যুক্তি দেখিয়ে ২৫ মার্চের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান। ফলে সিলেটে হচ্ছে না ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচ। গত শুক্রবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) না আসার কথা জানিয়ে দেয় আফগানিস্তান। ফলে জুন মাসে আফগানিস্তানসহ ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের তিন অ্যাওয়ে ম্যাচ হবে ওমান বা কাতারে।

এ দিকে চলতি মাসের ২৫ তারিখের ম্যাচটি পিছিয়ে যাওয়ায় মার্চের ফিফা উইন্ডো কাজে লাগাবে বাফুফে। বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানান, তারা এখন নেপালে তিন জাতি টুর্নামেন্টে অংশ নেবে।

উল্লেখ্য, বাংলাদেশের তিন অ্যাওয়ে ম্যাচই সিলেটে হওয়ার কথা ছিল। করোনার জন্য মার্চে নেপালে এসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া। তাই নেপাল ২০-৩০ মার্চের ফিফা উইন্ডোতে চার জাতি টুর্নামেন্ট করতে চেয়েছিল। দল না পাওয়ায় এখন বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে হবে তিন জাতি টুর্নামেন্ট।


আরো সংবাদ



premium cement