১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রিয়ালে থেকেই অবসরে যেতে চান ক্রুস

রিয়ালে থেকেই অবসরে যেতে চান ক্রুস -

গত সোমবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার মাধ্যমে রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুস কোন জার্মান খেলোয়াড় হিসেবে মাদ্রিদের জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। গ্যালাকটিকোদের হয়ে ৩০৯ ম্যাচ খেলে ক্রুস ১৯৭৭-১৯৮৫ পর্যন্ত খেলা পশ্চিম জার্মানির সাবেক মিডফিল্ডার উলি স্টেইলাইককে ছাড়িয়ে গেছেন।

এই কৃতিত্ব অর্জনের পর নিজেকে কিভাবে আরো পরিণত করতে চান কিংবা ছাড়িয়ে যেতে চান এই প্রশ্নের উত্তরে রিয়াল মাদ্রিদ টিভিতে ক্রুস বলেছেন, ‘প্রতিটি ম্যাচেই আমি সেরাটা দেবার চেষ্টা করি। সতীর্থদের উদ্দেশে যে পাসগুলো আমি দেই সেগুলো যদি তাদের কাছে না পৌঁছায় তবে বিষয়টি আমাকে বেশ অস্বস্তিতে ফেলে। এক্ষেত্রে আমি শতভাগ নিখুঁত হতে চাই এবং সবসময় সেই চেষ্টাই করি। যদিও কেউই শতভাগ নিখুঁত কোনো দিন হতে পারবে না। তবে আমি এটি নিয়ে অনুশীলন করি, বেশ কয়েক বছর যাবতই আমি এটা নিয়ে কাজ করে যাচ্ছি।’

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে সাবেক কিংবদন্তী স্টেইলাইককে ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে ক্রুস বলেছেন, ‘এটা সত্যিই বিশেষ কিছু। এখানে খেলতে আসা সব জার্মানরাই তারকা ছিলেন। গুন্টার নেটজার, বার্নাড শুস্টার কিংবা স্টেইলাইক প্রত্যেকেই যোগ্যতা দিয়েই নিজেদের প্রমাণ করেছেন। স্টেইলাইককে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি আমাকে সত্যিই খুশী করেছে। এটা একটি বিশেষ রেকর্ড এবং এটা অর্জন করতে পেরে আমি দারুণ আনন্দিত। আমি সবসময়ই বলেছি আমার পরিকল্পনা হচ্ছে এই ক্লাবে থেকেই অবসরে যাওয়া। এই লক্ষ্যপূরণে আমি কাজ করে যাচ্ছি।’

সাক্ষাতকারের একপর্যায়ে ৩১ বছর বয়সী ক্রুস রিয়াল মাদ্রিদের ক্যারিয়ার শুরুর বিষয়টি নিয়েই কথা বলেছেন। এ প্রসঙ্গে ক্রুস বলেন, ‘২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর আমি রিয়ালে যোগ দিয়েছিলাম। সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপে আমার অভিষেক হয়েছিল। এটাই আমার প্রথম ম্যাচ ও প্রথম শিরোপা ছিল। বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। রিয়াল মাদ্রিদের মতো একটি ক্লাবের হয়ে এভাবে অভিষেক হওয়াটাও গুরুত্বপূর্ণ।’

রিয়াল মাদ্রিদের হয়ে এ পর্যন্ত ১৩টি শিরোপা জয় করেছেন ক্রুস। এর মধ্যে ফেবারিট শিরোপা হিসেবে জার্মান এই মিডফিল্ডার ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটিকেই এগিয়ে রেখেছেন। ক্রুস বলেন, ‘কেউ যদি শুধুমাত্র একটি শিরোপা জয় করে তবে বাছাই করাটা সহজ হয়ে যায়। কিন্তু এতগুলোর মধ্যে কোন একটি বেছে নেয়া কঠিন। তবে কিয়েভে জয় করা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটিকে আমি এগিয়ে রাখবো। কারণ ওই একটি শিরোপার আনন্দ আমি পুরো পরিবার নিয়ে উদযাপন করেছিলাম। কার্ডিফে শুধুমাত্র আমার ছেলে ছিল, ওই সময় মেয়েটা খুব ছোট ছিল।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement