১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রোমাঞ্চকর জয়ে কোপার ফাইনালে বার্সা

রোমাঞ্চকর জয়ে কোপার ফাইনালে বার্সা - ছবি : নয়া দিগন্ত

সেমির প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হার। ফাইনালে যেতে হলে ঘরের মাঠে বার্সাকে জিততে হবে ৩-০ ব্যবধানে। সমীকরণটা বেশ কঠিন ছিল কাতালানদের জন্য। শেষ পর্যন্ত সব হিসেব মিলাতে পেরেছে মেসিরা। রোমাঞ্চকর এক জয়ে সেভিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে নাম লিখিয়েছে বার্সেলোনা। জয়ের ব্যবধান ৩-০। দুই লেগ মিলিয়ে ব্যবধানটা ৩-২।

উসমান দেম্বেলের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। আর তৃতীয় গোলটি করেন পেদ্রির বদলি নামা মার্টিন ব্রাথওয়েট। শেষ গোলটি অতিরিক্ত ত্রিশ মিনিটে। নির্ধারিত সময়ে ২-০ গোলে এগিয়ে ছিল বার্সা। কিন্তু ম্যাচ তখন দুই লেগ মিলিয়ে ২-২এ সমতা। ফলে ম্যাচ গড়ায় বাড়তি অতিরিক্ত ত্রিশ মিনিটে।

ম্যাচের প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে বার্সেলোনা গোলের উদ্দেশে মোট ২২টি শট নেয়। এর আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে দৃষ্টিকটু রক্ষণাত্মক ফুটবল খেলা সেভিয়ার ছয় শটের তিনটি ছিল লক্ষ্যে।
ঘরের মাঠে ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সা। দারুণ শটে গোল করেন দেম্বেলে। ৩০ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। তবে মেসির গোলমুখে বাড়ানো বলে পা লাগাতে পারেননি ফ্রেংকি ডি ইয়ং। দুই মিনিট পর মেসির শট এক জনের পায়ে লেগে উঁচু হয়ে ফাকা জালে জড়াতে যাচ্ছিল, শেষ মুহুর্তে ঠেকান সেভিয়া মিডফিল্ডার মার্কোস আকুনা।

বিরতির পরও একচেটিয়া আক্রমণ করতে থাকে বার্সেলোনা। ঘর সামলাতেই ব্যস্ত সময় কাটে সেভিয়ার। অধিকাংশ সময়ই দলটির প্রায় সব খেলোয়াড়কে দেখা যাচ্ছিল ডি-বক্সের আশপাশে।
ফলে স্বাগতিকদের সব আক্রমণ ভেস্তে যাচ্ছিল প্রতিপক্ষের জমাট রক্ষণে। এর মাঝে ৬৭ মিনিটে তাদের হতাশা বাড়ে; দেম্বেলের ক্রসে জর্দি আলবার দারুণ ভলি ক্রসবারে লাগে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। তখন চলে ইনজুরি টাইম। বাদ পড়ার শঙ্কা বার্সার। এরই মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার ফার্নান্দো। ম্যাচ শেষ হতে তখন বাকি আর কিছুক্ষণ। মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা, তাদের ঠেকিয়ে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে সেভিয়া। এমন সময় তাদের হতবাক করে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। বদলি অঁতোয়ান গ্রিজমানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান পিকে। দুই লেগ মিলিয়ে ম্যাচে আসে ২-২ সমতা।

ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৫ মিনিটে ফাইনাল নিশ্চিত করা গোলটি করেন বার্সার ব্রাথওয়েট। ১০৩ মিনিটে লাল কার্ড দেখেন সেভিয়ার লুক ড লং। শেষ অবধি রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

কোপার ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেমি-ফাইনালে লেভান্তে ও আথলেটিক বিলবাওয়ের মধ্যে বিজয়ী দল।


আরো সংবাদ



premium cement
কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান

সকল