২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভিনিসিউসের গোলে হার এড়ালো রিয়াল

-

হেরেই যাচ্ছিল দল। শেষ মুহূর্তে ভিনিসিউসের এক গোল রিয়ালকে দিলো স্বস্তি। নিশ্চিত হার থেকে বাঁচালো লস ব্লাঙ্কোসদের। লা লিগায় সোমবার রাতে ঘরের মাঠে জয় বঞ্চিত জিদান শিবির। স্প্যানিশ জায়ান্টরা ১-১ গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সাথে।

টানা চার জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে লিড নেয় সোসিয়েদাদ। শেষ মুহূর্তে রিয়ালের হয়ে সমতা আনেন দলটির হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিউস জুনিয়র। টানা তিন জয়ের পর ড্র করলো সোসিয়েদাদও।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লিড নেয় সোসিয়েদাদ। নাচো মনরিয়েলের ক্রসে দারুণ কোনাকুনি হেডে গোলটি করেন পোর্তু। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। জায়গায় দাঁড়িয়ে দেখেন আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখা থিবো কোর্তোয়া। এবারের লিগে সোসিয়েদাদের হয়ে এই নিয়ে পোর্তুর লক্ষ্যে থাকা সাতটি শট বা হেডের সবকটিই পেল সাফল্যের দেখা।

পিছিয়ে পড়ার পর রিয়ালের আক্রমণ বাড়তে থাকে। আট মিনিট পর কর্নারে কাসেমিরোর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চাপ ধরে রাখা রিয়ালের হতাশা বাড়ে ৮৪ মিনিটে; বদলি নামা রদ্রিগোর শট হয় লক্ষ্যভ্রষ্ট।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ভালভারদের ব্যাকহিলে বল পেয়ে দারুণ কোনাকুনি পাস বাড়ান ভাসকেস। ডান পায়ের শটে সোসিয়েদাদের জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস (১-১)। স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

ড্রয়ের কারণে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৩। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে সোসিয়েদাদ।


আরো সংবাদ



premium cement