২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সহজ জয়ে রিয়ালকে টপকে দুইয়ে বার্সা

সহজ জয়ে রিয়ালকে টপকে দুইয়ে বার্সা - ছবি : নয়া দিগন্ত

স্প্যানিশ লা লিগায় শনিবার সহজ জয় পেয়েছে বার্সোলোনা। মেসি–দেম্বেলের গোলে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে টপকে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে মেসিরা। সব প্রতিযোগিতা মিলে সেভিয়ার বিপক্ষে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা।

২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫২। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সেভিয়া বার্সার জন্য ইদানিং বড় হুমকিই। গত মৌসুমে ঘরের মাঠে বার্সাকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছিল দলটি। চলতি মৌসুমে ন্যু ক্যাম্পেও বার্সাকে জিততে দেয়নি সেভিয়া (১-১)। আবার কোপা দেলরের সেমির প্রথম লেগে ঘরের মাঠে বার্সাকে ২-০ গোলে হারিয়েছে তারা। ফিরতি লেগ ড্র করতে পারলেই ফাইনালে উঠবে সেভিয়া, বিদায় নিতে হবে বার্সাকে।

এমন অবস্থায় লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে সহজ জয় বার্সাকে উজ্জীবিত করছে পুরোদমে। প্রতিপক্ষের মাঠে ২৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠ থেকে মেসির থ্রু পাসে কোনাকুনি শটে বল জালে জড়ান দেম্বেলে। লিগে পাঁচ ম্যাচ ও ৫৫৭ মিনিট পর গোল হজম করলেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো।
দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে গোলের দেখা পান মেসি। দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি। ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে তাকেও পেরিয়ে ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। সেভিয়ার বিপক্ষে তিন ম্যাচ পর জালের দেখা পেলেন মেসি। এবারের লিগে সর্বোচ্চ গোলদাতার মোট গোল হলো ১৯টি। ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।


আরো সংবাদ



premium cement