২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আমার জন্য এটি বড় চ্যালেঞ্জ : আব্দুর রাজ্জাক

-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে জাতীয় দলের নতুন নির্বাচক হিসেবে বুধবার নিয়োগ দিয়েছে।

আন্তর্জাতিক ম্যাচে ২৭৯ উইকেট নেয়া এ তারকা স্পিনার যদিও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনো অবসরের ঘোষণা দেননি।

নির্বাচকের দায়িত্ব পাওয়া রাজ্জাক এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এটি তার জন্য এক নতুন চ্যালেঞ্জ।

টাইগারদের হয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এ স্পিনার গণমাধ্যমকে বলেন, ‘এটা সত্য যে এ কাজের দায়িত্ব অনেক উঁচু। আমার জন্য এটি বড় চ্যালেঞ্জ। দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

‘এটা প্রচণ্ড চাপের কাজ। বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ায় একজন নির্বাচককে এ সত্যটি মনে রেখে কাজ করতে হয়। প্রত্যেক নির্বাচকের ওপর প্রত্যেকে নজর রাখেন,’ বলেন তিনি।

রাজ্জাক চার বছরের বিরতির পর ২০১৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে তার শেষ টেস্ট খেলেন। এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শ্রীলঙ্কায় ২০০৪ সালে হংকংয়ের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাজ্জাকের পথচলা শুরু হয়। তিনি ওয়ানডে ছিলেন নিয়মিত মুখ। টাইগারদের হয়ে এক দিনের এমন ১৫৩ ম্যাচে তিনি শিকার করেন ২০৭ উইকেট।

রাজ্জাক বাংলাদেশের প্রথম বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটের এক ফরমেটে দুই শতাধিক উইকেট নেয়ার গৌরব অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩ টেস্ট ও ৩৪ টি২০ ম্যাচও খেলেছেন।

খুলনায় জন্ম নেয়া এ স্পিনারের বয়স এখন ৩৮ বছর। ঘরোয়া মাঠে তার রয়েছে অপরিসীম সাফল্য। এখন পর্যন্ত তিনি ১৩৭টি প্রথম শ্রেণির ও ২৮০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন এবং উইকেট নিয়েছেন যথাক্রমে ৬৩৪ ও ৪১২টি।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল