২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৪৭ বছর পর ওল্ডট্রাফোর্ড জয় শেফিল্ডের

-

ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে সেই ম্যানইউ খেলো প্রবল ধাক্কা। হেরে গেলো পয়েন্ট তালিকায় তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেডের কাছে। ম্যানইউর মাঠে শেফিল্ড পেলো মনে রাখার মতো জয়। কারণ ওল্ডট্রাফোর্ডে দীর্ঘ ৪৭ বছর পর জিতলো দলটি। ১৯৭৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম লিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয়লাভ করলো তারা।

সবাইকে চমকে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। কর্নারে ইংলিশ ডিফেন্ডার কিন ব্রায়ানের লাফিয়ে নেয়া হেডে বল জড়ায় জালে (১-০)। আট মিনিট পর বল জালে পাঠিয়েছিলেন মার্সিয়াল। তবে এর আগ মুহূর্তে প্রতিপক্ষের গোলরক্ষককে হ্যারি ম্যাগুইয়ার ফাউল করায় গোল পায়নি ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ম্যাচে সমতা আনে ম্যানইউ। কর্নার কিকে হেডে গোল করেন ম্যাগুইয়ার। ১০ মিনিটে পর আবার এগিয়ে যায় শেফিল্ড। ডি-বক্সে অলিভার বার্কের শট ইউনাইটেডের ডিফেন্ডার আক্সেল চুয়োজেবের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

শেষ অবধি এই গোল আর শোধ দিতে পারেনি ম্যানইউ। হারের জ্বালা নিয়ে মাঠ ছাড়তে হয় রেডডেভিলসদের। লিগে ২০ ম্যাচের মধ্যে এটি ম্যানইউর চতুর্থ হার। ৪০ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে দলটি। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে ২০ ম্যাচের মধ্যে এটি দ্বিতীয় জয় শেফিল্ডের। আট পয়েন্ট নিয়ে দলটির অবস্থান সবার নিচে, ২০তম।


আরো সংবাদ



premium cement