২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সেপ্টেম্বরে সাফ ফুটবল নিয়ে অনিশ্চয়তা

সেপ্টেম্বরে সাফ ফুটবল নিয়ে অনিশ্চয়তা - সংগৃহীত

করোনায় গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত পারেনি সাফ ফুটবল। তা এ বছর সেপ্টেম্বরে করার সিদ্ধান্ত নেয় সাফ কর্তৃপক্ষ। ১৪-২৫ সেপ্টেম্বর বাংলাদেশে হবে এই প্রতিযোগিতা। কিন্তু একই সময়ে ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত হবে ইসলামী সলিডারিটি গেমস।

এই গেমসের ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয় মালদ্বীপ এবং পাকিস্তানও তাদের ফুটবল দল পাঠাতে পারে ইসলামী সলিডারিটি গেমসে। ফলে ওই সময়ে সাফ ফুটবল করা বেশ কঠিন বলে জানান সাফ সেক্রেটারী আনোয়ারুল হক হেলাল। অবশ্য এ জন্য তিনি আগে বাফুফের সাথে কথা বলবেন।

তার মতে, সেপ্টেম্বরের আগে বা পরে সাফ করতে গেলে ফিফা ক্যালেন্ডারের সাথে সাংঘর্ষিক হয়ে যায়।

এদিকে এ বছর সাফের যে বয়সভিত্তিক আসরগুলো আছে সেগুলোর ভেন্যু চেয়ে সদস্য দেশগুলোর কাছে আবেদন করেনি সাফ। তারা এই আসর গুলোর জন্য ফিফার আর্থিক সাহায্য দেয়ার ঘোষণার অপেক্ষায়। আগে বয়সভিত্তিক এই টুর্ণামেন্টগুলোর জন্য ফিফা সব মিলিয়ে ১ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান দিয়েছিল।


আরো সংবাদ



premium cement