১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেসির লাল কার্ডের ম্যাচে বার্সার হার, শিরোপা বিলবাওয়ের

মেসির লাল কার্ডের ম্যাচে বার্সার হার, শিরোপা বিলবাওয়ের - ছবি : সংগৃহীত

এমন ম্যাচ বার্সা কমই দেখেছে। সুপার কাপের ফাইনালে হার, আবার মেসির লাল কার্ড। শেষ অবধি সেটাই হয়েছে রোববার রাতে। স্প্যানিশ সুপার কাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সা। শেষ মূহূর্তে মেজাজ হারিয়ে বার্সার ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন লিওনেল মেসি।

মেসি খেলবেন ম্যাচের কয়েক ঘণ্টা আগেও নিশ্চিত ছিল না। সব অনিশ্চয়তা পেছনে ফেলে শুরুর একাদশেই নামেন তিনি। তবে পুরো ম্যাচেই ছিলেন যেন নিজের ছায়া হয়ে। শেষটা তো আরো বিষাদের, লাল কার্ড। ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এমন ঘটনার শিকার তিনি। প্রথম লাল কার্ড দেখেছিলেন মেসি আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে।

গ্রিজমানের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। প্রথমবার অস্কার দে মার্কোসের গোলে সমতায় ফেরার পর ৯০ মিনিটে আসিয়েরের লক্ষ্যভেদে শিরোপা লড়াইয়ে ফেরে বিলবাও। আর সবশেষে ইনাকির ওই পার্থক্য গড়ে দেয়া গোল। বিলবাও সবশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল ২০১৫ সালে, বার্সেলোনাকে হারিয়েই।

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোল পায় বার্সা। মেসির বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট না নিয়ে ফিরতি পাস দেন জর্দি আলবা। শট নিতে পারেননি মেসি, ফাকায় থাকা গ্রিজমান করেন লক্ষ্যভেদ।
গোল হজমের পর জবাব দিতে মোটেও দেরি করেনি সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানো বিলবাও। দুই মিনিট পর ইনাকির ক্রসে কাছ থেকে ডান পায়ের টোকায় বল জালে পাঠান মার্কোস (১-১)।

৭৭ মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান (২-১)। ৮৯ মিনিট অবধি এই ব্যবধানে এগিয়ে চিল বার্সা। শিরোপা জিততে চলেছে বার্সা, এটা ছিল সবার ধারণা। কিন্তু ৯০ মিনিটে চিত্র বদল। ইকের মুনিয়াইনের দারুণ ফ্রি-কিকে পা লাগিয়ে সমতা সূচক গোল করেন আসিয়ের ভিল্লালিব্রে (২-২)।

ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। তিন মিনিট যেতেই বিলবাওয়ের গোল। ইনাকির অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় দলটি।

১১০ মিনিটে অল্পের জন্য আত্মঘাতী গোল খায়নি বিলবাও। পরের মিনিটেই সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন গ্রিজমান। ফাঁকায় বল পেয়েও ভলিতে উড়িয়ে মারেন তিনি। শেষ অবধি হতাশাই সঙ্গী বার্সার। গোলের দেখা মেলেনি তাদের। শেষ বেলায় এই হতাশা থেকেই কি-না মাঝমাঠের কাছে আসিয়েরকে অহেতুক আঘাত করে বসেন মেসি। ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি। মাথা নিচু করে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল