২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জামাল ভূঁইয়ার জন্য দরজা খোলা সাইফ স্পোর্টিংয়ের

জামাল ভূঁইয়ার জন্য দরজা খোলা সাইফ স্পোর্টিংয়ের - ফাইল ছবি


দলের সাথে দেশে ফেরেননি জামাল ভূঁইয়া। কলকাতা মোহামেডানের হয়ে ‘আই’ লিগে খেলতে কাতার থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ১০ ডিসেম্বর কলকাতা পৌঁছানোর কথা ছিল জামালের। কিন্তু কাতার ত্যাগের আগে ৯ ডিসেম্বর করোনা টেস্টে পজিটিভ আসে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা মোহামেডানের হয়ে খেলা। এ দিকে মোহামেডান বিকল্প এশিয়ান কোটার বিদেশী ফুটবলার খুঁজছে। তবে জামাল ভূঁইয়ার জন্য দরজা খোলা সাইফ স্পোর্টিং ক্লাবের।

বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানান, জামাল এখন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের (কিউএফএ) অধীনে আইসোলেশনে আছেন। পাঁচ তারকা হোটেল মানের এক ভিলাতে রাখা হয়েছে তাকে।

এ দিকে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী বলেন, জামালের জন্য তাদের দরজা সব সময় খোলা। তবে কলকাতা মোহামেডানের তুলনায় সাইফ স্পোর্টিং ক্লাব ছোট। সাইফের সাথে সমঝোতার মাধ্যমেই মোহামেডানের সাথে চুক্তি করেন জামাল।

ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘বুঝলাম না কেন জামালের সাথে এমন আচরণ করলো মোহামেডান। করোনা হলেই কি কোনো খেলোয়াড়কে বাদ দিতে হবে। ক্রিশ্চিয়ানো রোনালদোর করোনা হওয়ার পর কি জুভেন্টাস তাকে বাদ দিয়েছে। আমি তো বলবো জামালের মামলা করা উচিত মোহামেডানের বিপক্ষে।’

জামালকে যদি শেষ পর্যন্ত বাদই দেয় কলকাতার ক্লাবটি তাহলে সাইফ স্পোর্টিং তাকে উপেক্ষা করবে না। নাসিরের মতে, ‘জামালের জন্য আমাদের দরজা সব সময় খোলা। যদিও আমরা তার বিকল্প উজবেকিস্তানের ফুটবলারকে দলে টেনেছি।’

এ দিকে ৯ জানুয়ারি থেকে শুরু হবে ‘আই’ লিগ। লিগ শুরুর ১০ দিন আগে সব ফুটবলারকে চলে যেতে হবে জৈব বলয়ে। জামাল যদি আগামীকাল বা পরশুর পুনরায় করোনা টেস্টে নেগেটিভ হন তাহলে কোয়ারিন্টিন শেষে মোহামেডানের ক্যাম্পে যোগ দিতে পারবেন। ভারতীয় ক্লাবটি কি সে সুযোগ নেবে না?

কলকাতা মোহামেডান ক্লাবের সেক্রেটারির বলেন, ‘আমাদের সাথে জামালের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এবার তাকে খেলাতে না পারলেও আগামী সিজনে বা ইন্ডিয়ান সুপার লিগে খেলাতে পারি। যদিও আমাদের কাছে এখন জামালের বিকল্প আরো কয়েক বিদেশী খেলোয়াড়ের বায়োডাটা রয়েছে।’


আরো সংবাদ



premium cement