২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জেমির অপেক্ষায় বাংলাদেশ দল

কাতারে বাংলাদেশ ফুটবল দলের প্র্যাকটিস - ছবি : নয়া দিগন্ত

জেমি ডে’র পরেই করোনা ধরা পড়ে ডিফেন্ডার মনজুরুর রহমান মানিকের। মানিক করোনামুক্ত হলেও এখনো এই ভাইরাসের জীবাণু রয়ে গেছে কোচ জেমি ডে’র শরীরে।

মঙ্গলবার ফের তার টেস্ট হবে। এই রিপোর্ট নেগেটিভ হলে তবেই কাতারে বাংলাদেশ দলের সাথে যোগ দেয়ার সুযোগ হবে। সেটাও কাতার সরকারের মর্জির উপর। যদি তারা জেমিকে বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনের ব্যাপারে ছাড় দেয়।

এদিকে, বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানের মতে, ‘দলে জেমির উপস্থিতিটা জরুরি। তিনি টিমের সাথে থাকলে ফুটবলাররা বাড়তি অনুপ্রেরণা পায়। চাঙ্গা থাকে সবাই।’

একই সুরে কথা বললেন দলের সিনিয়র ফুটবলার মামুনল ইসলামও।

উল্লেখ্য, সুস্থ হলেও কোচের নির্দেশে বাংলাদেশেই আছেন মানিক।

স্ট্রাইকারদের গোল মিসই গত দুই ম্যাচে জিততে দেয়নি বাংলাদেশকে। প্রথম ম্যাচে আর্মি দলের কাছে ২-৩ গোলে হারের পর লুসাইল ক্লাবের কাছে ০-১ গোলে হার। ফুটবলাররা এখন এই দুই বিপক্ষে করা ভুলগুলোই শুধরে তৈরী হচ্ছেন কাতারের বিপক্ষে ম্যাচের জন্য।

অবশ্য ৪ ডিসেম্বর ওই কাতারের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচের উপকারটা কতটুকু পাওয়া যাবে সেটা একটা প্রশ্ন। কারণ কাতার অনেক শক্তিশালী।

আমের খানের মতে, প্রস্তুতি ম্যাচের দুই প্রতিপক্ষের সাথে কাতার মূল দলের কোনো তুলনা চলবে না। বিস্তর ফারাক। প্র্যাকটিস ম্যাচে তো কোচ সবাইকে খেলিয়েছে পরীক্ষা করার জন্য। একটু পর পর খেলোয়াড় বদল করেছে।

আমের যোগ করেন, এই দুই ম্যাচ শেষে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ফোনে দল সম্পর্কে জানিয়েছেন জেমিকে। ফোনে জানা আর সামনাসামনি থাকার মধ্যে অনেক পার্থক্য। এখন জেমি যদি সুস্থ হয়ে কাতারে আসতে পারে তাহলে সেটা দলের জন্য ভালো।

ম্যানেজারের দেয়া তথ্য মতে, ইনজুরি নিয়েই ঢাকা থেকে আসা ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার কোনো সম্ভাবনাই নেই ৪ তারিখে মাঠে নামার। তার চোট আরো বেড়েছে। তবে দ্বিতীয় ম্যাচে কপাল ফেটে যাওয়া ডিফেন্ডার ইয়াসিন খেলতে পারবেন কাতারের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement
সীমান্তে বাংলাদেশীদের মৃত্যু কমেছে : পররাষ্ট্রমন্ত্রী শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাবো : মেসি ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার

সকল