২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে জনস্রোত

প্রিয় তারকাকে শেষ বারের মতো বিদায় জানাতে লাখ লাখ মানুষ বুয়েন্স আয়ার্সের রাস্তায় সমবেত হয়। - ছবি : সংগৃহীত

শ্রদ্ধাভরে সর্বকালের সেরা ফুটবলারকে শেষ বিদায় দিতে যাচ্ছে আর্জেন্টিনা। আজ রাতে (আর্জেন্টিনার সময় বৃহস্পতিবার বিকেলে) বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায় ফুটবল রাজপুত্রকে দেয়া হবে শেষ বিদায়।

প্রিয় তারকাকে শেষ বারের মতো বিদায় জানাতে লাখ লাখ মানুষ বুয়েন্স আয়ার্সের রাস্তায় সমবেত হয়। করোনা মহামারিতে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সেরা ফুটবলারের সমাপনীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় অনুষ্ঠানটি। সকাল থেকেই উপস্থিত হতে শুরু করেন সাবেক ফুটবলাররা। হাভিয়ের মাসচেরানো, হেইঞ্জ ও ম্যাক্সি রদ্রিগেজরা ভোরে আসেন কিংবদন্তিকে বিদায় জানাতে।

দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ অনুষ্ঠানের সব আয়োজন নিজ কার্যালয়ে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছেন।

’৮৬ বিশ্বকাপ জয় করে আর্জেন্টাইনদের হৃদয়ে বসেন ম্যারাডোনা। শেষ বেলায় ভক্তরা তার প্রতিকৃতি তৈরি, ব্যানার, ফেস্টুন ও চিত্র অঙ্কন করে কুর্নিশ করেন প্রিয় তারকাকে। রাস্তার দুই ধারে ম্যারাডোনার ছবি আর আর্জেন্টিনার পতাকায় রঙিন হয়ে যায় বুয়েন্স আয়ার্স।


আরো সংবাদ



premium cement