২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এক বন্ধুকে চিরবিদায় জানাচ্ছি : রোনালদো

এক বন্ধুকে চিরবিদায় জানাচ্ছি : রোনালদো - ছবি : সংগৃহীত

স্বদেশি বলে লিওনেল মেসিকে আদর করতেন বেশি, তাই বলে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি কোনো বিরাগ ছিল না ডিয়েগো ম্যারাডোনার। বরং সিআরসেভেনের সঙ্গে তার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। বন্ধুর মতো না, দুজন দুজনকে বন্ধু বলেই সম্বোধন করতেন।

ম্যারাডোনা আজ নেই। সেই স্মৃতি আজ রোমন্থন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে ম্যারাডোনা সম্বোধন করতেন ‘বন্ধু’বলে। সেই বন্ধু রোনালদো টুইটারে ম্যারাডোনার জন্য শোক জানিয়ে লিখেছেন, ‘আজ আমি এক বন্ধুকে চিরবিদায় জানাচ্ছি। আর বিশ্ব বিদায় জানাচ্ছে এক চিরন্তন জিনিয়াসকে।’

ম্যারাডোনার মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে রোনালদোর। তিনি আরও লেখেন, ‘সর্বকালের সেরাদের একজন। অনন্য জাদুকর। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। তবে আপনি অসীম পরম্পরা রেখে গেছেন, একটা শূন্যতা রেখে গেছেন যেটা কখনো পূরণ করা যাবে না। শান্তিতে থাকুন, কিংবদন্তি। আপনাকে কখনো ভুলব না।’
বুয়েন্স আয়ার্সের তিগ্রে-তে নিজ বাসায় হার্ট অ্যাটাকে বুধবার মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

 


আরো সংবাদ



premium cement