১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

আমার বন্ধু, আমার আদর্শ, আমার নম্বর ১০ : রোনালদিনহো

আমার বন্ধু, আমার আদর্শ, আমার নম্বর ১০ : রোনালদিনহো - ছবি : সংগৃহীত

একজন ব্রাজিলের তারকা ফুটবলার, আরেকজন আর্জেন্টিনার কিংবদন্তী। দুই দেশের সীমাতে আবদ্ধ থাকেনি দুজন। হয়ে উঠেছেন আপন। শুধু তাই নয়, ম্যারাডোনা ছিলেন ব্রাজিলের রোনালদিনহোর কাছে একজন বন্ধু, মনের মতো আদর্শ।

হার্ট অ্যাটাকে পরপারে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। তার প্রয়াণে গোটা বিশ্বই শোকাহত। শোকাচ্ছন্ন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহোও।

ম্যারাডোনার মৃত্যুর পর নিজের ভেরিফাইড ফেসবুকে আবেগঘন বড় স্ট্যাটাস দিয়েছেন রোনালদিনহো। যেখানে তিনি উল্লেখ করেন, ‘পরিবার এবং যারা এই প্রতিভা ভালবাসেন তাদের প্রতি আমার সমবেদনা । আমার বন্ধু, আমার আদর্শ, আমার নম্বর 10, আপনার সিআইএ এর প্রতিটি মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ, হয় খেলায় অথবা একটি সাধারণ নৈশভোজে । আমাদের কথোপকথন সবসময় খুব বিশেষ ছিল এবং আমি মাঠে সব আনন্দ মুহূর্তকে একসাথে লালন করব, যেখানে আমি তোমাকে প্রশংসা করতে এবং তোমার মহত্বের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে ছিলাম ।’

‘কর্মজীবনের সময় আমি অনুপ্রাণিত হয়েছিলাম এবং যখন আমি তোমার সাথে দেখা করেছিলাম এবং আমরা সেই 5 ফুটবল খেলেছিলাম, এটা আমার জীবনের সেরা রাত ছিল । মাঠে আমার আদর্শদের সাথে ছিলাম।’ শান্তিতে বিশ্রাম নাও আমার আদর্শ তোমাকে ভালোবাসি...
জাদুকরদের ডাইনি!!! চিরকালের জন্য।’

বুয়েন্স আয়ার্সের তিগ্রে-তে নিজ বাসায় হার্ট অ্যাটাকে বুধবার মারা যান ম্যারাডোনা। তার বয়স হয়েছিল ৬০ বছর।

 


আরো সংবাদ



premium cement
উন্মুক্ত করা হলো মদিনার ঐতিহাসিক আল ফকির কূপ জবিতে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ ফ্রান্সের হয়ে রেকর্ড ম্যাচ খেলা হলো না গ্রিজম্যানের ফ্রান্সের হয়ে রেকর্ড ম্যাচ খেলা হলো না গ্রিজম্যানের স্বর্ণের দাম এবার কমলো গণ-ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের হামলার নিন্দা ছাত্রশিবিরের পাবনায় এক রাতে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও! সম্পদ বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে : টিআইবি ফিলিপাইন ও জাপানের নেতাদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি : ওবায়দুল কাদের ভাড়া বেশি নিলে সেই বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির

সকল