২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এল ক্লাসিকোয় ৯০০ দিন গোলহীন মেসি

- ছবি : সংগৃহীত

তাই বলে ৯০০ দিন। এতদিন ধরে এল ক্লাসিকোয় কোন গোল করতে পারেন নাই লিওনেল মেসি? অবিশ্বাস্য হলেও সত্য। শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় সেই দীর্ঘ গোল খরা কাটাতে পারবেন মেসি। রাত ৮টায় ন্যু ক্যাম্পে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

২০১৮ সালের ৬ মে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল পান আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ওই ম্যাচের পরে পার হয়ে গেছে আরো ছয়টি এল ক্লাসিকো। মেসি তার মধ্যে খেলেছেন পাঁচটিতে। মাঠে থেকেছেন ৪৪০ মিনিট। কিন্তু রিয়ালের জাল তিনি খুঁজে পাননি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের মাঝেই খবর আসে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। জুন-জুলাইয়ের বিশ্বকাপের পর সিআরসেভেন পাড়ি জমান ইতালিতে। তারপর থেকেই বিবর্ণ এল ক্লাসিকো। ঠিক জমছে না রিয়াল-বার্সার লড়াই। কারণ ম্যাচের ভেতর খণ্ড লড়াইয়ের দুই মহাতারকার একজন অনুপস্থিত। মেসি আছেন, নেই রোনালদো। আর সে কারণেই কি এল ক্লাসিকোতে গোল করার আনন্দ হারিয়ে ফেলেছেন মেসি?

শনিবার রাতে গোল পেলে এল ক্লাসিকোর দীর্ঘ গোল খরা কাটাতে পারবেন মেসি। ভক্তরাও খুব করে চাইছেন, মেসি গোল করুক, জিতুক বার্সা।


আরো সংবাদ



premium cement