২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রোনালদোহীন জুভেন্টাসের জয়ের নায়ক মোরাতা

রোনালদোহীন জুভেন্টাসের জয়ের নায়ক মোরাতা - ছবি : সংগৃহীত

করোনার কারণে ঘরবন্দী ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের প্রাণভোমরাকে ছাড়াই মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মওসুমের মিশনে নেমেছিল জুভেন্টাস। জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। আলভারো মোরাতার জোড়া গোলে ডায়নামো কিয়েভকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত সূচনা করেছে আন্দ্রে পিরলো বাহিনী। প্রতিপক্ষের মাঠে ‘জি’গ্রুপে জুভেন্টাসের জয়ের ব্যবধান ২-০।

বলা চলে পূর্ণ শক্তি ছাড়াই মাঠে নেমেছিল জুভেন্টাস। করোনার কারণে ছিলেন না রোনালদো। পাওলো দিবালাও ছিলেন সাইড বেঞ্চে। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন রক্ষণ সেনানী কিয়েল্লিনি। প্রথমার্ধে এ কারণে বিবর্ণ লাগছিল অতিথিদের। তবে দ্বিতীয়ার্ধেই ছন্দে ফেরে দলটি। বিরতির ঠিক পরেই জুভেন্টাসকে লিড এনে দেন মোরাতা। দেজান কুলুসেভস্কির জোরালো শট ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি বুশচিন। আলগা বল গোলমুখে পেয়ে অনায়াসে দলকে এগিয়ে নেন মোরাতা।
পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে বেশ কয়েকবার জুভেন্টাসের রক্ষণে ভীতি ছড়ায় কিয়েভ। কিন্তু প্রতিবারই শেষে খেই হারিয়ে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

উল্টো দারুণ এক পাল্টা আক্রমণে ৮৩ মিনিটে আরও একটি গোল হজম করে স্বাগতিক শিবির। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন আবার সেই মোরাতা। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।


আরো সংবাদ



premium cement

সকল