২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচনের আগে ট্রফি প্রদান অনুষ্ঠান

নির্বাচনের আগে ট্রফি প্রদান অনুষ্ঠান - নয়া দিগন্ত

ঢাকার ক্লাব কর্মকর্তাদের সাথে একত্রিত হওয়ার ভালো একটি উপায়। ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। এই ভোটাভুটির আগে সোমবার বাফুফের উদ্যোগে ট্রফি প্রদান করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ( বিসিএল) রানার্সআপ এবং ঢাকা মহানগরীর তিন লিগের চ্যাম্পিয়ন  ও রানার্সআপ হওয়া দলগুলোকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা ক্ষমতায় আছেন ও নির্বাচনে অংশ নিচ্ছেন তারা একত্রে কথা বলার সুযোগ পেলেন কাউন্সিলরদের সাথে। অবশ্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাফুফের কেউই ভোট চাননি। শুধু সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এই পদে তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলামের সমালোচনা করেন।

সালাম মুর্শেদীর বক্তব্য, তিনি কেন এতো দিনে পদত্যাগ করলেন না। তিনি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যা সম্মানিত ডেলিগটেদের অপমানের শামিল।

সেই ২০১৪-১৫ ও ২০১৭ সালের সাথে ২০১৮-১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্স আপ ট্রফি, ২০১৪-১৫ এবং ২০১৮-১৯ এর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্সআপ ট্রফি, ২০১৭ সাল ও ২০১৮-১৯ এর সিনিয়র ডিভিশন, ২০১৭ ও ২০১৮-১৯ এর দ্বিতীয় বিভাগ লিগ, ২০১৫ ও ২০১৮ সালের তৃতীয় বিভাগ লিগের চ্যাম্পিয়ন, রানার্সআপদের ট্রফি দেয়া হয় এই অনুষ্ঠানে। এছাড়া ২০১৫ সালের তৃতীয় বিভাগ লিগের তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া এবং ২০১৮ সালের তৃতীয় বিভাগ লিগের সেরা পাঁচ দলের এবং ২০১৮-১৯ এর দ্বিতীয় বিভাগ লিগের তৃতীয় হওয়া দলকেও দেয়া হয় ট্রফি।

কেন এতো বছর পরে ট্রফি দেয়া। আবদুস সালাম মুর্শেদীর জবাব, ‘কোনো কোনো লিগের চ্যাম্পিয়ন দল মাঠেই তাদের ট্রফি নিয়ে গেছে। কিন্তু রানার্সআপ দল উপস্থিত ছিল না। এদেরকে এই অনুষ্ঠানে দেয়া হলো ট্রফি। তাছাড়া অন্য লিগের সেরা দলগুলোকে ট্রফি দেয়া আমাদের দায়িত্বেরই অংশ।’ তিনি কোনো ভাবেই এটাকে নির্বাচনী বিধিমালা ভঙ্গ বলে মেনে নিলেন না।

সালাম মুর্শেদী আরো জানান, আমরা একই সাথে ক্লাবগুলোর প্রাইজমানি ও পার্টিসিপেশন মানি বাবদ যে টাকা বকেয়া আছে সেটাও দিয়ে দিচ্ছি। তাদের সবার চেক রেডি। আগামী এক সপ্তাহের মধ্যেই এই অর্থ তারা পেয়ে যাবে। কারো কোনো অর্থ বাকী নেই।

এদিকে সব লিগের একই ধরনের ট্রফি হওয়ার এর সমালোচনা করে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘প্রতি লিগের ট্রফিতে ভিন্নতা থাকলে ভালো হতো। আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে এই ট্রফিতে বৈচিত্র আনা হবে।’ তার ক্লাবও লিগ কমিটির কাছে টাকা পাবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সকল