২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তৃনমূলে নজর ইমরুলের

তৃনমূলে নজর ইমরুলের - সংগৃহীত

প্রথমে তার ইচ্ছেই ছিল না বাফুফের নির্বাচনে অংশ নেয়ার। শেষ পর্যন্ত সহ সভাপতি পদেই নির্বাচন করছেন ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের এই সভাপতি আছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত প্যানেলে। এই প্রথম বাফুফের এই গুরুত্বপূর্ন পদে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।

ইমরুল জানান,‘ নির্বাচিত হলে আমার মূল লক্ষ্যই হবে তৃনমূলের ফুটবলে কাজ করা। জেলার ফুটবল এবং ঢাকা ফুটবলের পাইওনিয়ার, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং সিনিয়র ডিভিশন ফুটবল উন্নয়নে কাজ করবো। তার মতে, তৃনমূল হলো দেশের ফুটবলের পাইপলাইন। প্রচুর প্রতিভা ছড়িয়ে আছে এই তৃনমূলে।’ এদিকে অপর সহসভাপতি প্রার্থী আতাউর রহমান ভূইয়া মানিক জানান, আমি ফুটবল অবকাঠামো উন্নয়নে জোর দেবো। তাদের আশাবাদ সবাই আন্তরিকতার সাথে কাজ করলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে।

একই ঘোষণা বর্তমান সিনিয়র সহসভাপতি এবং এই পদে ৩ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আবদুস সালাম মুর্শেদী। তিনি তার প্রতিপক্ষ শেখ মোহাম্মদ আসলামের সমালোচনা করেন তার বিরুদ্ধে কথা বলার জন্য।


আরো সংবাদ



premium cement