১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জেনে নিন বার্ষিক আয়ে ১০ শীর্ষ ফুটবলারের নাম

জেনে নিন বার্ষিক আয়ে ১০ শীর্ষ ফুটবলারের নাম - সংগৃহীত

মাঠের লড়াইয়ে কে সেরা বলা কঠিন৷ তবে বার্ষিক আয়ের দিক থেকে সিআর সেভেন রোনাল্ডো মেসির পেছনে৷ ফোর্বস অবলম্বনে চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলারের তালিকা করা হয়েছে। এখানে বার্ষিক আয়ে সবার ওপরে স্থান করে নিয়েছে লিওনেল মেসি।

লিওনেল মেসি ১৬ বছরে বার্সাকে ৩৪টি ট্রফি এনে দিয়েছেন মেসি৷ বিদায়ের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত আরেক মৌসুম স্প্যানিশ ক্লাবটিতেই থেকে যাচ্ছেন৷ এজন্য বেতন পাচ্ছেন নয় কোটি ২০ লাখ ডলার৷ সাথে বিজ্ঞাপনসহ বিভিন্ন চুক্তি থেকে অ্যাকাউন্টে যোগ হচ্ছে আরো তিন কোটি ৪০ লাখ ডলার৷ সব মিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের এ বছরের মোট আয় ১২ কোটি ৬০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৬৯৮ কোটি টাকা৷

ক্রিস্টিয়ানো রোনাল্ডো সামাজিক মাধ্যমে ৪৫ কোটি অনুসারী নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটের তকমা লেগে আছে সিআর সেভেন -এর গায়ে৷ নাইকি, ক্লিয়ার শ্যাম্পুর মতো কোম্পানিগুলো থেকে এ বছর তার পকেটে ঢুকছে চার কোটি ৭০ লাখ ডলার৷ বেতন সাত কোটি৷ সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াচ্ছে ১১ কোটি ৭০ লাখ ডলারে।

নেইমার জুনিয়র ২৮ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকার বার্ষিক বেতন সাত কোটি ৮০ লাখ ডলার৷ বিজ্ঞাপনসহ অন্য খাত থেকে আসে আরো এক কোটি আশি লাখ ডলার৷ সব মিলিয়ে নয় কোটি ষাট লাখ ডলার বার্ষিক আয় তার৷ প্যারিসে রাখতে ট্রান্সফার মানিসহ ব্রাজিলের এই তারকার পেছনে পিএসজির ব্যয় ৬০ কোটি ডলার৷

কিলিয়ান এমবাপ্পে ফরাসী লিগে পরপর দুই বছর শীর্ষ গোলদাতা হয়েছেন৷ তার ক্লাব পিএসজিও হয়েছে চ্যাম্পিয়ন৷ সব মিলিয়ে সেরা সময়টাই পার করছেন এই তরুণ৷ আয়েও লেগেছে তার হাওয়া৷ চার কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে তিনি আছেন চার নম্বরে৷ দুই কোটি ৮০ লাখ ডলার বেতন আর এক কোটি ৪০ লাখ ডলার আসে বিজ্ঞাপন থেকে৷

মোহাম্মদ সালাহ ২০২০-২১ মৌসুমে লিভারপুলের হয়ে সূচনাটি হয়েছিল হ্যাটট্রিকে৷ ২৮ বছর বয়সি তারকা ভোডাফোনের সাথে দীর্ঘমেয়াদী এক চুক্তিও করেছেন৷ বেতনে দুই কোটি ৪০ লাখ ডলারের বাইরে তার বাড়তি আয় এক কোটি ৩০ লাখ ডলার৷ মোট আয় ৩ কোটি ৭০ লাখ ডলার৷

পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে পগবার চুক্তি পরবর্তী গ্রীষ্ম পর্যন্ত৷ বার্ষিক বেতন দুই কোটি ৮০ লাখ ডলার৷ মাঠের বাইরে ২৭ বছর বয়সি তারকা তাল মিলিয়ে মেসি, সালাহদের সাথে বিজ্ঞাপনও করে যাচ্ছেন৷ সব মিলিয়ে তার আয় তিন কোটি ৪০ লাখ ডলার বছরে৷

গ্রিজমান বার্সেলোনায় গত বছর তার সূচনাটা ছিল হতাশাজনক৷ মাঝে পিএসজির সাথে বদলির খবরও শোনা যাচ্ছিল৷ তবে সার্বিক আয়ে পারফর্ম্যান্সের খুব একটা প্রভাব পড়েনি৷ এই ফ্রেঞ্চ তারকার বার্ষিক আয় ৩ কোটি ৩০ লাখ ডলার৷ এর মধ্যে দুই কোটি আশি লাখ পান বেতন বাবদ৷ বাকিটা বিজ্ঞাপন থেকে পাওয়া৷

গ্যারেথ বেল লা লিগার সবশেষ ১১টির মধ্যে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গ্যারেথ বেল৷ কিন্তু ২০২০-২১ মৌসুমের জন্য বেতন নিচ্ছেন দুই কোটি ৩০ লাখ ডলারই৷ বিজ্ঞাপন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাবদ পাচ্ছেন আরো ৬০ লাখ ডলার৷

রবার্ট লেভানডোভস্কি করোনার কারণে আয়োজকরা চলতি বছর বালোঁ দরের আয়োজন বাতিল করেছে৷ নয়তো পুরস্কারটির সবচেয়ে বড় দাবিদার হতেন লেভানডোভস্কি৷ পোলিশ স্ট্রাইকার ৫৫টি গোল করেছেন গেল মৌসুমে৷ বায়ার্নে তার বেতন দুই কোটি ৪০ লাখ ডলার৷ এনডোর্সমেন্ট মিলিয়ে মোট আয় দুই কোটি ৮০ লাখ ডলার৷

ডাভিড ডি হেয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ ডলার বেতন নিয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হয়েছেন ডাভিড ডি হেয়া৷ এখানেই শেষ নয়, ৩০ লাখ ডলারের এনডোর্সমেন্টও বাগিয়েছেন তিনি চলতি বছরে৷ সব মিলিয়ে তার বার্ষিক আয় দুই কোটি ৭০ লাখ ডলার৷ সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement