১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এক গোলেই দুই রেকর্ডের মালিক হলেন লুকাকু

এক গোলেই দুই রেকর্ডের মালিক হলেন লুকাকু - ছবি : সংগৃহীত

গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইন্টারে যোগ দিয়ে নিজের কারিশমা অব্যাহত রেখেছেন তিনি। সদ্য শেষ হওয়া সিরি’আ লিগে ৩৬ ম্যাচে ২৩ গোল করেন।

লিগ শেষে ইউরোপাতেও ফর্ম অব্যাহত রেখেছেন লুকাকু। গত রাতে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-১ ব্যাবধানের জয়ে এক গোল ছিলো তার। এই এক গোলেই রেকর্ড বইয়ে দুই জায়গায় নাম লেখান লুকাকু।

ইউরোপা লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা নয় ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লুকাকু। এর আগে ২০০৫ সালে নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেন শিয়েরা টানা ৮ ম্যাচে গোল করেছিলেন। শিয়েরার সেই রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাসের জন্ম দেন লুকাকু।

এছাড়া চলতি আসরে ইন্টার মিলানের হয়ে টানা ছয় ম্যাচে গোল করেছেন লুকাকু। ইন্টারের হয়ে টানা ছয় ম্যাচে গোল করতে পারেননি কোন ফুটবলার।

চলতি মৌসুমে ইন্টারের জার্সি গায়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করেছেন লুকাকু। ২০০৯-১০ মৌসুমে স্যামুয়েল ইতোর পর ইন্টারের হয়ে এক মৌসুমে ৩০এর বেশি গোল করার নজির গড়লেন লুকাকু। ইন্টারের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোল করেছিলেন ইতো। সেটি ভাঙ্গতে আরো ৭টি গোল করতে হবে ২৭ বছর বয়সী লুকাকুকে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল