২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বার্সেলোনা ছাড়ছেন মেসি!

মেসি - ছবি : সংগৃহীত

মেসি কি বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেন? ফুটবলমহলে বাড়ছে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্লাব যে ভাবে চলছে, তাতে তিনি নাকি সন্তুষ্ট নন।

বার্সেলোনার সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথাবার্তায় এখনো আগ্রহ দেখাচ্ছেন না তিনি। বরং ‘এলএমটেন’ থামিয়েই রেখেছেন এই সংক্রান্ত আলোচনা। ৩৩ বছর বয়সী নাকি ঘনিষ্ঠ মহলে ক্লাবের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার লড়াইয়ের জায়গায় আসার জন্য ঠিকঠাক বিনিয়োগ করা প্রয়োজন, যা হচ্ছে না। এই মুহূর্তের বার্সেলোনা দল নিয়েও অস্বস্তি সঙ্গী হচ্ছে তার।

গত কয়েক মাসে বার্সেলোনা ক্লাবের পরিচালকদের সঙ্গে বেশ কিছু ব্যাপারে মতান্তর হয়েছে মেসির। প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ থেকে শুরু করে কোচিং স্টাফ, ফুটবলারদের চিকিৎসা, মাঠের ভিতরের পারফরম্যান্স— মেসি সন্তুষ্ট নন নানা ব্যাপারে। নেইমারকে ফিরিয়ে আনার ব্যাপারে ক্লাবের ব্যর্থতাও ভালোভাবে নেননি তিনি। বর্তমান কোচের সঙ্গে নানা বিষয়ে একমত নন তিনি। মেসির মনে হচ্ছে, ক্লাবের যেকোনো খারাপের জন্য তাকে দোষারোপ করা চলছে। এমনকি, দলের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো কোচ নেন, সেগুলোর জন্যও দায়ী হচ্ছেন তিনি। অথচ, এই সিদ্ধান্তগুলো পুরোপুরি মেসির নিয়ন্ত্রণের বাইরে।
পরের বছরের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে মেসির। যদি ক্লাব ছাড়তে হয়, ততদিন অপেক্ষা করতে হবে মেসিকে।

অবশ্য অন্য কথাও শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবরই যার জন্য দায়ী। যেমন জানুয়ারি মাসে কোচ আর্নেস্ট ভালভার্দে ছাঁটাই হওয়ার নেপথ্যে নাকি ছিলেন মেসি! এমন খবর ফাঁস হওয়াতেই অস্বস্তিতে পড়েন মেসি। তার উপর দলের পারফরম্যান্স তলানিতে চলে যাওয়াতেও বিরক্ত তিনি। আবার গত জানুয়ারিতেই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে সংঘাত বাঁধে মেসির। আবিদাল নাকি বলে বেরিয়েছিলেন, ভালভার্দের ছাঁটাইয়ের জন্য ফুটবলারদের উসকেছিলেন মেসি। তারপর ফেব্রুয়ারিতে স্থানীয় সংবাদপত্র মুন্ডো ডেপোরটিভোতে প্রকাশিত হয়, মেসি নাকি বলেছিলেন, ক্লাবের যা পারফরম্যান্স তাতে চ্যাম্পিয়ন্স লিগের আশা ছেড়ে দেয়াই ভালো। যে কারণে ম্যানেজমেন্ট তার উপর ক্ষুব্ধ হয়েছিল। এসব কারণেই নাকি ক্লাব ছাড়তে চাইছেন এলএমটেন।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল