২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনা থেকে সুস্থ দিবালা, জানালেন কঠিন অভিজ্ঞতার কথা

করোনা-থেকে-সুস্থ-দিবালা-জানালেন-কঠিন-অভিজ্ঞতার-কথা - ছবি : সংগৃহিত

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের পাওলো দিবালা। জুভেন্টাসের আক্রান্ত হওয়া তিন খেলোয়ড়ের মধ্যে একজন তিনি। কিন্তু আক্রান্ত হওয়া ড্যানিয়েল রুগানি ও ব্লেইস মাতৌদির মধ্যে কোনো উপসর্গ ছিল না। তবে চিকিৎসা নেয়ার পর বর্তমানে সুস্থই আছেন দিবালা।

তিনি জানান, ‘এখন অনেকটাই সুস্থ বোধ করছি।’সুস্থ হলেও, ফেলে আসা সেই কঠিন দিনগুলো ঠিক কতটা কঠিন ছিল দিবালা ও তাঁর বান্ধবীর জন্য তা না শুনলে বুঝতে পারাটা কঠিনই। যখন করোনাভাইরাসে রীতিমতো বিধ্বস্ত গোটা বিশ্ব তখন তার প্রভাব খুব বেশি পড়েছিল ফুটবলে। কারণ অনেক ফুটবল তারকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বিশেষ করে জুভেন্টাস ক্লাব ও খেলোয়াড়দের উপর দিয়ে অনেক বিপদই গেছে। সেখান থেকে ধিরে ধিরে আবার স্বাভাবিক হতে যাচ্ছে ক্লাব ও খেলোয়াড়দের জীবন। শুক্রবার জুভেন্টাস টিভিকে এ কথাই শুনিয়েছেন দিবালা।

ইতালি এখন মৃত্যুপুরি। তা রীতিমতো আতঙ্কিত করে তুলেছে গোটা বিশ্বকে। ইতালির মতোই অবস্থা স্পেনেও। আমেরিকা, ইউরোপও হাঁটছে সেই পথে। এর থেকে বাঁচার কোনো উপায়ই পাচ্ছে না সারাবিশ্ব।

জুভেন্টাস টিভিকে দিবালা বলেন, ‘আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এখন অনেকটাই সুস্থ। কিছুদিন আগে আমি মোটেও ভালো ছিলাম না। শরীরকে ভারী মনে হচ্ছিল আর পাঁচ মিনিটের মুভমেন্ট করার পর আমার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে।’

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানান দিবালা। তিনি বলেন, ‘এখন আমি চলাফেরা করতে পারছি, ট্রেনিংও শুরু করব কারণ আগের কয়েকদিন ট্রেনিং করতে সমস্যা হচ্ছিল।’’

কীভাবে তিনি শ্বাসকষ্টে শিকার হয়েছিলেন এবং পাঁচ মিনিট ট্রেনিং করলেই কতটা ক্লান্ত হয়ে পড়ছিলেন, সেই দুঃসহ অবস্থার কথা জানান দিবালা, ‘পাঁচ মিনিট ট্রেনিং করলেই আমি ক্লান্ত হয়ে পড়তাম। নি:শ্বাসে সমস্যা হচ্ছিল। এখন আমি ঠিক আছি, আমার বান্ধবী ওরিয়ানোও অনেকটাই ভালো হয়ে উঠেছে।’

দিবালা সুস্থ হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে জুভেন্টাস শিবিরে। যদিও মাঠে কবে ফিরবেন সেই সময় তারা জানেন না কেউই।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement