২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বুকে জড়িয়ে ধরেছিল মেসি! কোনো দিন জার্সি ধোবেন না এই ফুটবলার

বুকে জড়িয়ে ধরেছিল মেসি! কোনো দিন জার্সি ধোবেন না এই ফুটবলার - ছবি : সংগ্রহ

অনেকে হয়তো বলবেন, পাগলামি করছেন। তবে খেলা অন্ত প্রাণ মানুষ নিশ্চয়ই তার আবেগ, ভালবাসা বুঝবে! মার্টিন ব্রাথওয়েট এখনো বিশ্ব ফুটবলে চেনা নাম নয় হয়তো। তবে তিনি দিন-রাত এক করে চেষ্টা করছেন চেনা হয়ে উঠতে। বার্সেলোনায় যোগ দেয়ার পর এবার নিজেকে প্রমাণ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন ড্যানিশ এই স্ট্রাইকার। লিওনেস মেসির পাশে খেলেন। তাই দায়িত্ব যে বড়, সেটা জানেন মার্টিন। আর তাই নিজেকে প্রমাণ করার তাগিদ আরো বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

লেগানেস থেকে বার্সায় যোগ দেন ব্রাথওয়েট। গ্রিজমানের বদলি হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। বার্সার জার্সিতে মাঠে নামতে পারাটা স্বপ্নের মতো বলে জানিয়েছেন মার্টিন। শনিবার রাতে লা লিগায় এইবার-এর বিরুদ্ধে গোল উৎসব করেছেন বার্সা। চার গোল দিয়েছেন মেসি। আর মেসির চতুর্থ গোলটিতে অবদান রয়েছে মার্টিনের। তার পাস থেকে গোল করেন মেসি। এর পর মেসি তাকে ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই জড়িয়ে ধরা কোনো দিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন মার্টিন। বার্সা এদিন জিতেছে ৫-০ গোলে।

ম্যাচ শেষে ব্রাথওয়েট বলেছেন, ''মেসি অভিনন্দন জানিয়েছে। ক্লাবে যোগ দেয়ার পর থেকে মেসিকে পাশে পেয়েছি। ও সবসময় পরিস্থিতি সহজ করার চেষ্টা করেছে। অসাধারণ মানুষ। পাস দেয়ার সময়ও ও আমাকে খুঁজেছে। আমার কাছে এর থেকে বড় কিছু আর নেই। আমার ক্রস থেকে ও গোল পেয়েছে। তবে তার থেকেও আমি বেশি খুশি অন্য কারণে। মেসি আমাকে বুকে জড়িয়ে ধরেছে। এই জার্সিটা আমি আর কোনো দিন পরিষ্কার করব না।''
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল