২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশীদের হাসিমাখা মুখে মুগ্ধ সিজার

বাংলাদেশীদের হাসিমাখা মুখে মুগ্ধ সিজার - ছবি-নয়া দিগন্ত

দুই দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসে ঘুরে যান জুলিও সিজার। ব্রাজিলের এই বিশ্বকাপ তারকা সাবেক গোলরক্ষক গত ২২ জানুয়ারি ঢাকায় এসে ২৩ তারিখ রাতে চলে যান। কেমন হলো তার বাংলাদেশ সফর? এ নিয়ে ফিফা ওয়বসাইডকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমার খুব ভালো লেগেছে বাংলাদেশে প্রচুর মেয়ে ফুটবলে আসছে। এছাড়া আরো জেনে ভালো লাগলো, বাংলাদেশের ফুটবল সমর্থকরা ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই ধারায় বিভক্ত। যদিও আমি খুব কম সময় পেয়েছি বাংলাদেশকে দেখার। এরপরও বলবো চমৎকার সফর ছিল তা।’

তার উপলব্দি, বাংলাদেশের মানুষের মুখের হাসি কখনই থামে না। তারা সব সময়ই হাসি মুখে থাকে। ছেলে কিংবা পূর্ণ বয়ষ্ক যতক্ষণ ছিলাম সবাইকেই দেখলাম হাসি মাখা মুখ। এটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমার জন্য এটা শিক্ষণীয়।
২০ বছরের খেলোয়াড়ী জীবনে বিশ্বের নানা দেশে গেছেন। তবে বাংলাদেশে এসেছিলেন এই প্রথম। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সম্পর্কে বাফুফে সভাপতিকে সিজার পরামর্শ দেন, জাতীয় দলের ফুটবলারদের আরো বেশি ফিট করতে পূর্ণ পেশাদারী কোচ এবং কোচিং স্টাফদের দায়িত্ব দিতে হবে। আর গোলরক্ষকদের উপদেশ দেন খেলার সময় বেশি বেশি মনযোগী হতে। 


আরো সংবাদ



premium cement