২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওমানের বিপক্ষে পারলো না জামাল ভূঁইয়ারা

- ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। ওমানের হয়ে ৪৮ মিনিটে মহসিন আল-খালদি, ৬৮ মিনিটে আল মান্ধির আল-আলাভির, ৭৮ মিনিটে এরশাদ আল আলাভির এবং ৯০ মিনিটের মাথায় এমরা সাইদ জুমা আল-হাইদি গোল করেন। বাংলাদেশের হয়ে ৮১ মনিটে একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ।

মাসকেটের সুলতান কাবুস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়।

প্রথমার্ধে ওমান বল পায়ে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করে গেছে, আর বাংলাদেশ রক্ষণ করেছে পুরোদমে। প্রতিপক্ষের অর্ধে যাওয়ার সুযোগও হয়নি তাই বাংলাদেশের। তবে ওমানকেও নিজেদের খেলাটা খেলতে দেয়নি বাংলাদেশ। রক্ষণে পুরোপুরি মনোযোগী হয়ে প্রথমার্ধ শেষে ওমানকে আটকে রাখে জেমি ডের দল।

কিন্তু দ্বিতীয় আর্ধেই সব এলো মেলো হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৮ মিনিটে মহসিন আল-খালদির গোলে এগিয়ে যায় ওমান। গোল খেয়ে পাল্টা আক্রমণে বাড়াতে থাকে বাংলাদেশও। কিন্তু ৬৮ মিনিটে আল মান্ধির আল-আলাভির গোলে ওমান ২-০ গোলে এগিয়ে গেলে অনেকটাই ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় বাংলাদেশের। এরপর ৭৮ মিনিটে এরশাদ আল আলাভির গোলে আবারো এগিয়ে যায় ওমান। ৮১ মিনিটের সময় বাংলাদেশের হয়ে বিপলু আহমেদ একটি গোল শোধ করলেও ৯০ মিনিটের মাথায় আরেকটি গোল খেলে ৪-১ গোলে হেরে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ একাদশ

আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন 

ওমান একাদশ

আলি আল হাবসি, মোহাম্মদ আল মুসালামি, আমরান সাইদ, মহসিন খালদি, আহমেদ মুব্রারাক, আল মান্ধার, মুহসেন সালেহ, আলি সুলাইমান, আল আঘবারি, আব্দুল আজিজ ঘেলাইনি


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল