২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাস্তবিক অর্থেই আমরা ম্যাচে নেই : মুমিনুল

- ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েছে বলে মনে করেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৫০ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলেছে তারা।

জবাবে প্রথম দিন শেষে ভারত এক উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৮৬ রান। অর্থাৎ প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে মাত্র ৬৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। ফলে বিশ্বমানের লাইনআপ নিয়ে গড়া স্বাগতিক ভারতীয় দলকে এই ম্যাচে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামতে হবে না বলেই ধারণা করা হচ্ছে।

এই ম্যাচে ফিরতে হলে বাংলাদেশের বোলারদের অসাধারণ ভাল বোলিং করতে হবে। তবে টস শেষে স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, প্রথম দিন বোলিং সহায়ক হলেও ইন্দোরের এই পিচ ঐতিহ্যগতভাবেই দ্বিতীয় দিন থেকে ব্যাটিং সহায়ক হয়ে পড়ে। ফলে বাজে সময় অপেক্ষা করছে সফরকারীদের জন্য।

হলকার স্টেডিয়ামে প্রথমদিনের খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাস্তবিক অর্থে আমরা ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছি। প্রথম ইনিংস থেকে মাত্র ১৫০ রান সংগ্রহ করার পর ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হবে। আপনি যতই ইতিবাচক খেলা খেলুন না কেন, এই ঘাটতি পূরণ করা খুবই কঠিন হবে। ইতোমধ্যে তারা মাত্র এক উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে ফেলেছে। এখন আমরা যদি ম্যাচের ভবিষ্যতের দিকে তাকাই তাহলে আমার মনে হয় আমরা অনেকটাই পিছিয়ে আছি। ’

১১তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই কঠিনতম দলের মুখোমুখি হতে হচ্ছে মুমিনুলকে। এমন কঠিন পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা রক্ষা করাটা তার জন্য বেশ কঠিনই হবে। স্বাগতিক দলের দুর্দান্ত পেস ও স্পিনিং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশী ব্যাটসম্যানরা। ভারতীয় ফাস্ট বোলারদের ১৪০ কিমি. বেগের বোলিংয়ের সামনে অসহায় হয়ে উঠেছিল সফরকারী ব্যাটসম্যানরা।

মুমিনুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জিং। আর ভারতের মাটিতে তাদের মোকাবেলা করাটা আরো কঠিন। আমার মনে হয় আমাদেরকে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। আর সেটিই হবে বর্তমান পরিস্থিতিতে তাদের মোকাবেলা করার একমাত্র উপায়।’

টস জিতে প্রথমে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকটিও ভুল ছিল বলেই মনে করেন মুমিনুল। জানতেন ইন্দোরের পিচের প্রথম দিনের সুবিধা ফাস্ট বোলাররা কাজে লাগাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনি যখন এমন ব্যাটিং বিপর্যায়ে পড়বেন তখন টসের বিষয়টি আসবেই। আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটিও ছিল আমার ভুল সিদ্ধান্ত। এটিকে আমার ভুলই মনে হয়েছে। যদিও শেষদিকে আমি ও মুশফিকুর রহিম উইকেট থেকে বেশ ভাল সহযোগিতাই পেয়েছি। লিটনও উইকেটে মানিয়ে নিয়েছিলেন। এখানেও আমার ভুল ছিল। ওই সময় যদি আমি আউট না হতাম, তাহলে হয়তো আমরা বড় একটি স্কোর গড়তে পারতাম।’

মাত্র ৩১ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল সতীর্থ মুশফিকুর রহিমকে নিয়ে ৬৮ রানের পার্টনারশীপ গড়ে তুলেছিলেন। টাইগার অধিনায়ক বলেন, ‘এ সময় উইকেট খারাপ ছিল না। খেলার বেশ উপযোগী ছিল। আমরা যাদের মোকাবেলা করছি তারা বিশ্বের এক নম্বর দল। আপনি যখন তাদের বিপক্ষে খেলতে যাবেন, তখন মানসিকভাবে শক্তিশালী হতে হবে। অথচ আমরা এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছি। আমার মনে হয় নিজেদের মনোযোগেও যথেষ্ট ঘাটতি ছিল।’

অনুশীলনের ঘাটতির কারনেই এমন ব্যাটিং বিপর্যয় ঘটেছে কিনা সে বিষয়টি অবশ্য খুঁজে বের করতে পারেননি মোমিনুল। তিনি বলেন, ‘আমার মনে হয় পর্যাপ্ত অনুশীলন হয়েছে। কারণ এখানে আসার আগে আমরা এনসিএল খেলেছি। তবে হ্যাঁ, সেখানে এখানকার মত বোলারদের মোকাবেলা করতে হয়নি। কৌশলগতভাবে ফিট না থাকলে এমন বোলারদের আপনি যেভাবে ইচ্ছে খেলতে পারবেন না। আপনাকে মানসিভাবে সুদৃঢ় হতে হবে।’

ম্যাচে ভারতীয় বোলাররা যখন পিচের সেরা সুবিধাগুলো আদায় করছিল, তখন বাংলাদেশের পেস বোলার আবু জায়েদ রাহিকে দেখা গেল খোলসবন্দী। তবে মুমিনুল তাকে সমর্থন দিয়ে বলেন, ঐ রকম অভিজ্ঞ হতে তাকে আরো শেখার সময় দিতে হবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারা মাত্র ৫/৬টি ম্যাচ খেলেছে। সুতরাং তাদের দোষ দিয়ে লাভ নেই। মানিয়ে নেয়ার জন্য তাদেরকে আরো সময় দিতে হবে।’


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল