২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উড়ন্ত মেসির কাছে রিয়াল-জুভেন্টাস-পিএসজি’র দলগত হার

ছবি : লিওনেল মেসি। (স্ক্রল ইন) -

লিওনেল মেসি নিয়ে বেশি কিছু বলার নেই। ফুটবলের এক উচ্চতম আর্টিস্ট। যিনি গত এক যুগ ধরে ফুটবলভক্তদের দিয়ে এসেছেন এই বিনোদনের উচ্চমাত্রার খোরাক। দু’পায়ের জাদুতে রাঙিয়েছেন এই অঙ্গনকে।

শনিবার সেল্ট ভিগোর বিপক্ষে গোলের হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্যারিয়ারের ৫২তম হ্যাটট্রিক পূর্ণ করলেন এই ক্ষুদে জাদুকর। আর একটি হ্যাটট্রিক করতে পারলেই অপর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলবেন মেসি। রোনালদোর চেয়ে ১৩৪ ম্যাচ কম খেলে মেসির হ্যাটট্রিক প্রতিদ্বন্দ্বীকে ছুঁই ছুঁই।

সেল্টার বিপক্ষে এক পেনাল্টি ও দুটি দর্শনীয় ফ্রি-কিকে হ্যাটট্রিক করেন মেসি। আট বছর আগে ২০১২ সালে এস্পানিওলের বিপক্ষে এক পেনাল্টি ও দুই ফ্রি-কিকে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

আর সেল্টার বিপক্ষে ৫২তম হ্যাটট্রিকের দিনে মেসির ফ্রি-কিকের গোল সংখ্যাও দাঁড়ায় ৫২-তে। এই সাথে রেকর্ড গড়লেন টানা ১১ বর্ষে ৪০ গোল কিংবা তার অধিক গোল করার রেকর্ড।

সর্বশেষ আট সিজনে লিগ পর্যায়ে মেসির ফ্রি-কিক গোল সংখ্যা ২৮। যা তার ব্যক্তিগত সাফল্যের কাছে দলীয় সাফল্যও হার মেনেছে। মেসি যেখানে সর্বশেষ আট সিজনে ২৮ গোল করেছেন ফ্রি-কিকে, সেখানে ইতালিয়ান সিরি-এ দল জুভেন্টাসের ফ্রি-কিক গোল সংখ্যা (২৭)। লা লিগায় বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হত আট সিজনে ফ্রি-কিক গোল (২৩) এবং লিগ ওয়ানের অন্যতম দল প্যারিস সেন্ট জামেই (পিএসজি)-র শেষ আট সিজনে ফ্রি-কিক গোল সংখ্যা (২০)।

যা মেসির একক কৃতিত্বের কাছে হার মেনেছে অন্যদের দলগত সাফল্য।

এ নিয়ে বার্সেলোনায় তার গোল সংখ্য হলো ৬১২। আর ৩১টি গোল করতে পারলেই পেলের লিগ পর্যায়ের ৬৪৩ গোলের রেকর্ড ভেঙে দেবেন মেসি।

দেখার বিষয় ৩২ বছর বয়সী মেসি আর কত পারেন, এই ফুটবল অঙ্গনকে রাঙিয়ে তুলতে।

সূত্র : স্ক্রলডটইন


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল