২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আর্জেন্টিনার বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিল দল

- ছবি : সংগৃহীত

এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। যেখানে জায়গা হয়নি নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রের। মূলত ইনজুরির কারণে নেইমারকে দলে রাখেননি তিতে।

আগামী মাসে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। যার প্রথমটিই আবার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে, পরেরটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এছাড়া কোপা লিবার্তেদোরেসের ফাইনালের কারণে ঘরোয়া ফুটবলের অনেক তারকাকেই দলে নেননি তিতে। ফলে বেশিরভাগ খেলোয়াড়ই নেয়া হয়েছে ইউরোপের ক্লাবগুলো থেকে।

যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো, অ্যাস্টন ভিলার ডগলাস লুইজ, রিয়াল বেটিসের এমারসন এবং রোমার গোলরক্ষক ড্যানিয়েল ফুজাতো। এছাড়া নিয়মিত গোলরক্ষক অ্যালিসনকেও ফেরানো হয়েছে দলে।

এশিয়া সফরের অংশ হিসেবে আগামী ১৫ নভেম্বরে সৌদি আরবের কিং সৌদ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ব্রাজিল। পরের ম্যাচে ১৯ নভেম্বর আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)।

মিডফিল্ডার : আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুইতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড : ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং উইলিয়ান (চেলসি)।


আরো সংবাদ



premium cement