২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যানসিটি

- ছবি : সংগৃহীত

ঘরের মাঠে বল পায়ে প্রায় একচেটিয়া খেললো ম্যানচেস্টার সিটি। তবে কাজের কাজটি করলো সফরকারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার উলভসের কাছে ২-০ গোলে হার দেখে শিরোপাধারী ম্যান সিটি। রোববার নিজেদের ইতিহাদ মাঠে ম্যাচের শেষ ১০ মিনিটে দুই গোল হজম করে সিটিজেনরা। ম্যাচের দুই গোলই করেন উলভারহ্যাম্পটনের স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড আদামা ট্রায়োরে। এতে শিরোপার লড়াইয়ে আরো পিছিয়ে পড়লো ম্যানচেস্টার সিটি। আসরের ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। সিটির সঙ্গে ব্যবধান ৮ পয়েন্টের।

৮ ম্যাচে দ্বিতীয় পরাজয়ে ম্যান সিটির সংগ্রহ ১৬ পয়েন্ট। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে নরউইচ সিটির কাছে হার দেখেছিল সফল কোচ পেপ গার্দিওলার দল ম্যান সিটি।

ইংলিশ শীর্ষ ফুটবল লীগে ম্যানচেস্টার সিটির মাঠে দীর্ঘ ৪০ বছর পর জয় দেখলো উলভারহ্যাম্পটন। সিটিজেনদের বিপক্ষে উলভস সর্বশেষ জয় দেখেছিল ১৯৭৯ সালে। আর ম্যানচেস্টারের বাইরে সিটির বিপক্ষে তারা সবশেষ জয় পায় ১৯৯৯ সালে। সেবার ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন উলভসের আইরিশ ফরোয়ার্ড রবি কিন।


আরো সংবাদ



premium cement