২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গ্রিজুর সাথে আমার কোনো সমস্যা নেই : মেসি

- ছবি : সংগৃহীত

আমাদের খুব একটা কথা হয়না।' মেসিকে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া অ্যান্তোনিও গ্রিজম্যান বলেন কথাটা। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে হলে তাদের বোঝাপড়া জরুরি বলে উল্লেখ করেন গ্রিজু। তিনি বার্সায় এসেছেন মেসির সতীর্থ হতে। কিন্তু মেসি খুব একটা কথা বলেন না। গ্রিজম্যান নিজেও একটু স্বল্পভাষী। সেজন্য দু'জনের আলাপ-সালাপ কম হয় বলে উল্লেখ করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান।

তার এই কথার জের ধরে গুঞ্জন বেরুতে সময় লাগেনি। তাহলে কি গ্রিজম্যানের সঙ্গে মেসির বনিবনা হচ্ছে না? মেসি কি গ্রিজুকে বার্সায় আপন করে নেননি। চলতি মৌসুমের শুরুতে গ্রিজম্যানকে কেনার জন্য নেইমারকে কিনতে পারেনি বার্সা। কারণ কাতালানদের হাতে খেলোয়াড় কেনার জন্য অর্থ ছিল কম। এটা কি কোন কারণ?

এমন যখন গুঞ্জন চলছে তখন মেসি জানিয়ে দিলেন, তাদের কোন সমস্যা নেই। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ক্যাম্প ন্যুতে ২-১ গোলের জয় পায় বার্সা। ম্যাচ শেষে বার্সেলোনার সেরা তারকা মেসি বলেন, 'অবশ্যই আমাদের মধ্যে কোন সমস্যা নেই। দলের সবার সঙ্গেই আমাদের ভালো সর্ম্পক। আমরা মিলে-মিশেই আছি।'

ইনজুরি কাটিয়ে চলতি মৌসুমে এই প্রথম পুরো সময় খেললেন মেসি। শেষ দিকে তার পাস ধরে গোল করে জয় পায় বার্সা। ঘরের মাঠে পয়েন্ট হারানোর লজ্জা এড়ায়। এ নিয়ে মেসি বলেন, 'আমরা খুবই সতর্ক। আমরা সেরা সময়ে নেই। আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে হবে। আমরা জানি যে, আমাদের কঠিন সময় যাচ্ছে। তবে ইউরোপের সব বড় ক্লাবেরই খারাপ সময় যায়। তবে আমরা কক্ষপথে ফিরছি।'

সূত্র : দাইওরিও এএস


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল